বড় হয়ে গেল ছেলে, পিঠে ঢাউস ব‍্যাগ নিয়ে দেড় বছরেই স্কুলে ভর্তি হল রাজ-পুত্র ইউভান

বাংলাহান্ট ডেস্ক: ছেলে সবকিছুতে অ্যাডভান্স। হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে প্রথম হাঁটা। আবার হাঁটি হাঁটি পা পা করতে করতেই একা একা দাঁড়াতে শেখা। সবকিছু সমবয়সী আর পাঁচটা বাচ্চার থেকে তাড়াতাড়িই শিখেছে ইউভান (Yuvaan)। এ নিয়ে গর্বের শেষ ছিল না শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly)। বাবা রাজ চক্রবর্তীও (Raj Chakraborty) ছেলে বাইকে বসিয়েছেন, হাতে ধরিয়ে দিয়েছেন চার চাকার স্টিয়ারিং। আবার শরীরচর্চাও করেছে ইউভান।

গত সরস্বতী পুজোয় মায়ের হাত ধরেই হাতেখড়ি হয়েছে রাজপুত্রের। এবার স্কুলে যাওয়ার পালা। সেখানেও দেরি করতে রাজি নন রাজ শুভশ্রী কিংবা ইউভান কেউই। তাই মাত্র দেড় বছর বয়সেই পিঠে ব‍্যাগ ঝুলিয়ে স্কুলের পথে চলল পুঁচকে। সে ব‍্যাগ ইউভানের থেকে বড়। হালকা নীল রঙা টিশার্ট আর জিন্সের হাফ প‍্যান্ট পরে প্রথম বার স্কুলে গিয়েছে ইউভান।

IMG 20220412 160555
সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আপ্লুত শুভশ্রী লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না এটা হচ্ছে’। যারা এত ছোট বয়সে ইউভানকে হাতেখড়ি দিতে দেখে অবাক হয়েছিলেন, তারা খুদেকে স্কুল যেতে দেখে আরো অবাক। সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট ইউভানকে জীবনের নতুন ধাপের জন‍্য।

ঐন্দ্রিলা শর্মা লিখেছেন, ‘ওলে বাবাহ! অনেক শুভেচ্ছা সোনা।’ ইমন চক্রবর্তী মজা করে লিখেছেন, ‘কী কত্ত করে পড়াশোনা কত্তে হয় গো!’ দর্শনা বণিক, ফলক রশিদ রায় সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট ইউভানকে।

IMG 20220412 160617
সংবাদ মাধ‍্যমকে রাজ জানান, দিব‍্যি হাসিমুখে স্কুলে গিয়েছে ইউভান। সমবয়সী বন্ধুদের পেয়ে সে নাকি দারুন খুশি। একসঙ্গে খেলতে পেরে আর বাড়িই আসতে চাইছিল না ইউভান। শুভশ্রী জানান, প্রত‍্যেক দিন দু ঘন্টা করে ক্লাস হবে। নানান খেলাধুলোর মধ‍্যে দিয়ে বাচ্চাদের শেখানো হবে।

তারকা সন্তান বলে আলাদা করে কোনো খাতিরদারি পাচ্ছে না ইউভান। সব শিশুদেরই সমান যত্ন করছেন শিক্ষিকা, কর্মচারীরা। অভিনেত্রী আরো জানান, প্রথম দিন টিফিনে চিজ আর অলিভ দিয়ে দিয়েছেন তিনি ছেলেকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর