বাংলাহান্ট ডেস্ক: হাঁসখালি ধর্ষণ কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নির্যাতিতার ব্যপারে বিতর্কিত মন্তব্য করে ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করছেন বিরোধীরা। এর মাঝেই হাঁসখালি কাণ্ডে তৃণমূল সরকারের দিকে আঙুল তোলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Chowdhury) ব্যক্তিগত আক্রমণ করলেন তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)।
মঙ্গলবার হাঁসখালিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধীর চৌধুরী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, নির্যাতিতা মেয়েটির বাবা মাকে থানায় নিয়ে গিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাকেই সত্যি প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন অধীর। তাঁর আশ্বাস, নির্যাতিতার পরিবারের পাশেই থাকবেন তিনি।
এরপরেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে টুইট করেন সোনারপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি। টুইটে তিনি লিখেছেন, ‘আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই…. আপনার মেয়ের মৃত্যুরহস্য উন্মোচন হোক। এক নিদারুণ নির্যাতনে…. কষ্টে, তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার সত্যটা সামনে আসুক’।
উল্লেখ্য, গত ২০০৬ সালে অধীর কন্যা শ্রেয়সী কলকাতার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর ২০১৯ এ প্রদেশ কংগ্রেস সভাপতির প্রথম স্ত্রী অর্পিতা চৌধুরীও প্রয়াত হন। এই দুই ব্যক্তিগত ঘটনার প্রসঙ্গ টেনেই অধীরের বিরুদ্ধে সরব হয়েছেন লাভলি।
পালটা কংগ্রেসের বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো এখন তৃণমূল সরকারেরই হাতে। বিধায়ক হয়ে এটুকুও জানেন না লাভলি? ‘দিদি’কে কমিটি গঠন করে তদন্ত করতে বলুন তিনি। আসলে এখন মানবী দিদির ‘দানবী’ রূপ বেরিয়ে গিয়েছে বলে দাঁত নখ বের করেছেন লাভলিরা, কটাক্ষ কংগ্রেসের।