কোটি কোটি টাকা নয়ছয়! SSC মামলায় এবার CBI-র পর তদন্তে নামছে ED

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বুকে সম্প্রতি একাধিক ইস্যুতে জেরবার রাজ্য সরকার। আর এরই মাঝে এসএসসি পরীক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে মাথাব্যথা আরো বাড়লো তৃণমূল কংগ্রেস দলের। বহুদিন ধরে রাজ্যের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলে আসছে। অতীতে এই দুর্নীতির তদন্ত করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সিবিআইয়ের তদন্তে উঠে আসে একাধিক নতুন তথ্য। আর এরই মাঝে এবার এসএসসির আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখার জন্য তদন্তে নামতে চলেছে ইডি দপ্তর।

জানা যাচ্ছে, সিবিআইয়ের এফআইআরের পথ ধরে তদন্ত শুরু করছে তারা। ইতিমধ্যে দিল্লি থেকে নির্দেশ আসার পর দ্রুত আসরে নেমেছে এনফর্সমেন্ট ডাইরেক্টর সংস্থা। সূত্রের খবর, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা বহু পরিমাণ অর্থের লেনদেন হয়েছে বলে অনুমান করে সিবিআই আর এবার সেই লেনদেনের ব্যাপারে খোঁজ চালানোর জন্য তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত কমিটি গঠন করা হয়। তারা সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে আদালতে যেখানে ধরা পড়ে একাধিক দুর্নীতির তথ্য। এ সপ্তাহের শুরুতে দুর্নীতি মামলা কাণ্ডে সন্দেহের কারণে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয় সিবিআই দপ্তর থেকে। তবে অবশেষে আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের হাত থেকে রেহাই পান তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।

তবে বর্তমানে সই জাল থেকে শুরু করে বিভিন্ন তথ্য ডিলিট করার মতো একাধিক দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসেছে আর এবার এই দুর্নীতি মামলায় আর্থিক গোলযোগ কতদূর বিস্তৃত হয়েছে, তা খুঁজে বের করার জন্য আসরে নেমেছে ইডি।

Sayan Das

সম্পর্কিত খবর