নববর্ষে বাঙালি সাজে নাইট ক্রিকেটাররা, রসগোল্লা হাতে KKR-ভক্তদের বাংলায় জানালেন শুভেচ্ছা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফিট থাকার জন্য খেলোয়াড়দের নানারকম বিধিনিষেধ মেনে চলতে হয়। কিন্তু নতুন বছরের প্রথমদিনে খাওয়া দাওয়া সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ ভুলে দিব্যি রসগোল্লায় মজে রইলেন কেকেআরের দুই অজি তারকা অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স ৷ হলুদ পাঞ্জাবিতে গায়ে বাংলায় কেকেআর ভক্তদের জানালেন নববর্ষের শুভেচ্ছাও ৷ ১৪২৯ বঙ্গাব্দের সূচনাতেই মাঠে নামবে কেকেআর। তার আগে নাইট ভক্তরা দলের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে যারপনাই আনন্দিত।

নববর্ষের সকালে সমর্থকদের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো প্রকাশ করে কেকেআর ম্যানেজমেন্ট৷ যেখানে দেখা যাচ্ছে নাইট সেনাপতি শ্রেয়স আইয়ার থালা ভর্তি মিষ্টি এনে অজি ক্রিকেটারকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন৷ এরপর আরেকটি ভিডিওতে দেখা যায় ফিঞ্চ বাংলার বিখ্যাত সমস্ত মিষ্টির সাথে পরিচিত হচ্ছেন।

আজ শুক্রবার আইপিএল ২০২২ এর ২৫ তম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। টানা তিনটি হারের ধাক্কা কাটিয়ে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল। অন্যদিকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যেতে হয়েছিল কেকেআরকে। তা সত্ত্বেও, দলটি খুব শক্তিশালী। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। কিন্তু গত ম্যাচে কেকেআরের বোলিং ইউনিট খুবই সাদামাটা পারফরম্যান্স করেছে উমেশ যাদব, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তীর রান বিলিয়েছেন অনেক। অজিঙ্কা রাহানের ফর্ম কেকেআরের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। আজ অফফর্মে থাকা রাহানের জায়গায় ফিঞ্চকে খেলিয়ে দেখা হতে পারে।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: শ্রেয়স আইয়ার (অধিনায়ক) ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, নীতীশ রানা, শেলডন জ্যাকসন, প্যাট কামিন্স, শিবম মাভি, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদব

X