বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে বুলডোজার বাবার বুলডোজার দাওয়াইয়ের পর এবার সেই একই টোটকা ব্যবহার করল গুজরাটও। উত্তরপ্রদেশের পর এবার গুজরাটেও চলল বুলডোজার। গুজরাটের হিম্মতনগর এবং আনন্দ জেলায় রামনবমীর অনুষ্ঠানে হামলাকারীদের সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হল এই বুলডোজার দিয়েই। এদিন বিকেল নাগাদই বুলডোজার নিয়ে গিয়ে সেই সমস্ত সম্পত্তি গুঁড়িয়ে দেয় গুজরাট পুলিশ।
জেলা প্রশাসনের অবশ্য দাবি, রাস্তায় চলাফেরা করতে যাতে মানুষের অসুবিধা না হয়, সেই জন্যই যান চলাচলে বাধা সৃষ্টিকারী কিছু জিনিসই কেবল ভাঙা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় ধর্মগুরু এবং অন্যান্য সম্প্রদায়ের উপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ষড়যন্ত্র চালায় বিশেষ একটি সম্প্রদায়। অভিযুক্তদের গুজরাটের বাইরে থেকেই নিয়ে আসা হয় ওইদিন বড়সড় কোনও অপরাধ ঘটানোর জন্য।
ভাড়া করা ওই আসামীদের টাকা ছাড়াও ধরা পড়লে আইনি ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়। যাতে পাথরের অভাব না হয়, সেই কারণেই কবরস্থানের ভিতর থেকেই পাথর ছোঁড়ার পরিকল্পনা করে অভিযুক্তরা। রামনবমীর শোভাযাত্রায় আক্রমনের জন্য মাত্র ৩ দিনের মধ্যেই পুরো প্ল্যানটি ছকে ষড়যন্ত্রকারীরা।
Gujarat | Properties belonging to the accused in Khambhat violence were demolished by the administration
The encroached properties belonging to accused are being demolished: District Admin pic.twitter.com/JAzBMjTM8i
— ANI (@ANI) April 15, 2022
পুলিশের দাবি এই পুরো ঘটনার মূলচক্রী একজন মৌলবি। ঘটনার পর থেকেই পলাতক তিনি। অভিযুক্ত ওই ধর্মগুরুর নাম রজক প্যাটেল বলেই জানা গিয়েছে। এখানেই শেষ নয়, আরও বড় কোনও নাশকতার পরিকল্পনা করে সক্রিয় করা হয়েছিল স্লিপার সেলকেও। এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি বাহিনী মোতায়েন করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশের এক কর্তা। জায়গায় জায়গায় চালানো হচ্ছে অভিযানও।