‘ডলকে দয়া করে ছেড়ে দিন’, তৃণার মন্তব‍্যের পরেই করজোড়ে আর্জি অভিষেক-পত্নি সংযুক্তার

বাংলাহান্ট ডেস্ক: মৃত‍্যুর পরেও বিতর্ক অব‍্যাহত অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায় (Abhishek Chatterjee) এর নাম নিয়ে। আর এই বিতর্কে জড়িয়ে পড়েছেন প্রয়াত অভিনেতার অনস্ক্রিন মেয়ে তৃণা সাহাও (Trina Saha)। এখন চলছে অভিযোগ পালটা অভিযোগের পর্ব। অতি সম্প্রতি ‘ড‍্যাডি’ সম্পর্কে মুখ খোলেন তৃণা। এবার করজোড়ে অব‍্যাহতি চাইলেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ‍্যায় (Sanjukta Chatterjee)।

বিতর্ক শুরু হয় তৃণারই একটি মন্তব‍্যের জন‍্য। ‘খড়কুটো’র গুনগুন বলেছিলেন, অভিষেক চাইতেন তাঁর মেয়ে ডল বড় হয়ে তৃণার মতোই হোক। তারপরেই প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকে একটি বড়সড় বার্তা দেন স্ত্রী সংযুক্তা। সেই বার্তার মূল‍্য বক্তব‍্য ছিল, ডল অভিষেকের একমাত্র কন‍্যা।

IMG 20220414 005505
সে যেমন অভিষেক এবং সংযুক্তা তেমন ভাবেই মেয়েকে ভালবাসেন। অন‍্য কারোর মতোই হওয়ার দরকার নেই তাঁর। নেটনাগরিকদের অধিকাংশের দাবি, নাম না করে তৃণাকেই খোঁচা মেরেছিলেন সংযুক্তা। এরপরেই মুখ খোলেন গুনগুন। তাঁর স্পষ্ট বক্তব‍্য, একসঙ্গে কাজ করার সূত্রে অভিষেকের মেয়ের মতো হয়ে উঠেছিলেন তিনি, এটা ঠিক। কিন্তু তাই বলে সত‍্যি মেয়ে তো নন। আর সেটা হতেও চাননি কখনো।

ডামাডোলের মাঝেই ফের নতুন বার্তা এল সংযুক্তার তরফে। হাতজোড় করে তাঁর আবেদন, মেয়ে সাইনাকে (ডল) সব রকম বিতর্ক থেকে দূরে রাখা হোক। সংযুক্তার কথায়, “সাইনা অভিষেকের কাছে সবকিছু। ওঁর স্ত্রী হিসাবে আমি বুঝতে পারছি যে অভিষেক ওঁর মেয়ের নাম বিতর্কে জড়াতে দেখে খুব কষ্ট পাচ্ছে।”

সংযুক্তা জানিয়েছেন, ছোট্ট ডল পিতৃশোকের মতো গভীর ব‍্যথা সামলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু কথা ছড়াচ্ছে যা শিশুমনকে বিচলিত করছে। সংযুক্তা নিজেও সর্বতোভাবে চেষ্টা করছেন সবদিক সামলে ওঠার। বাবা মেয়ের সুন্দর সম্পর্কটাকে সম্মান করে বিতর্কগুলিকে দূরে রাখার জন‍্য আর্জি জানিয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর