বালিগঞ্জে চারে BJP, ফার্স্টবয় হলেও ভোট কমল বাবুলের! চমক বাম প্রার্থীরও! আসানসোলে একে বিহারীবাবু

বাংলাহান্ট ডেস্ক : বাংলার দুই লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের ভোট যুদ্ধের ফলাফল আজ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনের ভোট গণনার কাজ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই আসনেই। বালিগঞ্জে বড়সড় চমক দিয়েছে বামেরা। আসানসোলে প্রথম দিকে পিছিয়ে গেলেও আবারও প্রথম স্থানে শত্রুঘ্ন সিনহা।

বালিগঞ্জে তৃনমূলের হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়কে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাম প্রার্থী সায়রা হালিম। দশ রাউন্ড গণনার পর বাবুল ২৮ হাজার ৬৩৫ টি ভোট পেয়ে প্রথম স্থানে থাকলেও তাঁকে কড়া টক্কর দিয়েছেন সায়রা। সায়রার প্রাপ্ত ভোট ২০ হাজার ৭৬৩টি৷ তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোট ৪ হাজার ৯২। অন্যদিকে জায়গা ধরে রাখতে অক্ষম বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মাত্র ৩ হাজার ৬২১টি ভোট পেয়ে বলতে গেলে ইতিমধ্যেই মাঠের বাইরে তিনি।

   

আসানসোলে প্রথমে শত্রুঘ্ন সিনহাকে কিছুটা পিছনে ফেলে দিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কিন্তু আপাতত দৌড় দিয়েছে বিহারীবাবুর রথ। অগ্নিমিত্রাকে বেশ অনেকটাই পিছনে ফেলেছেন এই তৃণমূল প্রার্থী। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, শত্রুঘ্ন সিনহার ঝুলিতে এসেছে ১ লক্ষ ৯১ হাজার ১৭ টি ভোট। ওদিকে অগ্নিমিত্রা পাল পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ২০০ টি ভোট। সিপিএমের ঘরে গিয়েছে ২৫ হাজার ৪৮ টি ভোট।

কেন্দ্রে। যদিও তৃণমূলের অবশ্য পালটা দাবি এই কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জিতবেন বাবুল সুপ্রিয়।

গত ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় দুই কেন্দ্রের উপনির্বাচন। বালিগঞ্জের প্রবাদপ্রতিম নেতা সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এবং আসানসোলের সাংসদ পদ ছেড়ে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ায় উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে এই আসন দুটিতে। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে সিসিটিভির মাধ্যমেও নজর রাখছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর