বাংলাহান্ট ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই যশের জয়ধ্বনি। ‘কেজিএফ’ এর উন্মাদনা, সাফল্য সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে সিক্যুয়েল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। দুদিনে ২০০ কোটি ছুঁয়ে এবার ৩০০ কোটির লক্ষ্যে এগোচ্ছেন যশ। অভিনেতা থেকে পরিচালক প্রশান্ত নীল সবার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। কিন্তু একজনের কৃতিত্ব স্বীকার না করলেই নয়।
তিনি এই ছবির মুখ্য এডিটর। নাম উজ্জ্বল কুলকার্নি (Ujjwal Kulkarni)। যেটা দর্শকদের অবাক করেছে সেটা হল এডিটরের বয়স। মাত্র ১৯ বছর বয়সী উজ্জ্বল। অথচ তাঁর প্রতিভা চমকে দেওয়ার মতো। প্রমাণ পাওয়া গিয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ তেই। অনবদ্য এডিটিংয়ে মুগ্ধ গোটা দেশের দর্শক।
আরো আশ্চর্যের ব্যাপার, এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কোনো ছবির এডিটিং করলেন উজ্জ্বল। এর আগে স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ইউটিউবে ফ্যান মেড ছবি এডিট করতেন তিনি। উজ্জ্বলকে আবিষ্কার করেন পরিচালক প্রশান্ত নীল নিজেই। পুরো ছবির শুটিং সম্পূর্ণ হলে উজ্জ্বল গোটা ছবি থেকে অংশ কেটে কেটে একটি ট্রেলার বানিয়ে দেন। সেটা দেখেই চমকে যান পরিচালক।
বড় কোনো ছবি আগে এডিট করেননি জেনেও ভরসা করে কেজিএফ এর মতো প্রত্যাশা পূর্ণ ছবির দায়িত্ব উজ্জ্বলের কাঁধে দেন তিনি। পরিচালকের ভরসা যে উজ্জ্বল রাখতে পেরেছেন তা নিয়ে কোনো দ্বিমত নেই। যে প্রচার তিনি পেয়েছেন তাতে ভবিষ্যতে আরো ভাল কাজ তিনি পাবেন বলেই মন দর্শকদের।
দ্বিতীয় দিনে হিন্দি সংষ্করণটি প্রায় ৪৩-৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। সব মিলিয়ে হিন্দি ভাষাতেই ৯৬-৯৮ কোটি টাকা তুলে নিয়েছে যশের ছবি। অর্থাৎ মাত্র দু দিনেই ১০০ কোটির ঘরে ঢুকে পড়তে চলেছে কেজিএফ এর দ্বিতীয় চ্যাপ্টার।
সব ভাষার ক্ষেত্রে দ্বিতীয় দিনে ৮৬-৮৮ কোটি টাকা তুলেছে এই ছবি। আর প্রথম দিনে অঙ্কটা ছিল ১১৬ কোটি। মাত্র দুদিনেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছেন যশ। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, এভাবেই চলতে থাকলে ৩০০ কোটির ঘরে ঢুকতে বেশি সময় লাগবে না কেজিএফ চ্যাপ্টার ২ এর।