বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার একের পর এক তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে, এই সিরিয়াল ব্লাস্টে ২৫ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণ ঘটেছে পশ্চিম কাবুলে। প্রথম বিস্ফোরণটি হয় মমতাজ শিক্ষা কেন্দ্রের কাছে এবং দ্বিতীয় বিস্ফোরণটি হয় আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ের কাছে। তৃতীয় বিস্ফোরণটিও হয় স্কুলের কাছে। ছুটির সময় শিশুরা স্কুল থেকে বের হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
বলা হচ্ছে, পশ্চিমি কাবুলের দাশত-ই-বার্চি এলাকার একটি স্কুলে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় শিশুরা স্কুল থেকে বের হচ্ছিল। এই স্কুলে অধ্যয়নরত সব শিশুই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ছিল, যারা প্রায়ই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হয়। অতীতে তালিবান শাসনামলে হাজারা সম্প্রদায়ের মানুষের ওপর অনেক হামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের সরকারি পরিসংখ্যান এখনো আসেনি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে তারা বিস্ফোরণের তদন্ত করছে এবং আরো বিস্তারিত পরে জানানো হবে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে বলেছেন যে, বিস্ফোরণটি হয়েছিল আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে এবং এতে আমাদের অনেক শিয়া ভাই নিহত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের আফগানিস্তান কভার করা সাংবাদিক এহসানুল্লাহ আমিরি টুইট করেছেন যে, কাবুলের দাশত বারচির একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।