‘শিল্পপতিদের ভুল বার্তা দিচ্ছেন মমতা’, বাণিজ্য সম্মেলন ইস্যুতে এবার কটাক্ষ অধীরের

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই শুরু হয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে বাংলায় এসেছেন দেশ বিদেশের শিল্পপতিরা। এদিন দুপুরে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যপালের সঙ্গে আবারও একদফা সংঘাত লাগে মমতার। কেন্দ্রীয় সংস্থা দ্বারা শিল্পপতিদের যেন বিব্রত না করেন রাজ্যপাল,এমনটাই সাফ জানান মমতা। আর এই মন্তব্যের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

এদিন অধীর বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। এই পশ্চিমবঙ্গে কোনও শিল্পের সম্ভাবনা নেই, অথচ রাজ্য সরকারকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাঁর জন্য প্রথম থেকেই তিনি কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। শিল্পপতিদের যেন কেউ বিব্রত না করেন, অর্থাৎ সিবিআই, ইডি, এগুলোই তিনি ইঙ্গিত করলেন।’

তিনি আরও বলেন, ‘ আজকের মঞ্চ কিন্তু এই মন্তব্যের জন্য ছিল না। এতে শিল্পপতিদের কাছে একটা মিশ্র সিগন্যাল গেল, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের মতের ফারাক আছে, দু’জনের মধ্যে ইগো ক্ল্যাশ আছে। এটায় একটা ভুল বার্তা গেল শিল্পপতিদের কাছে। শিল্পপতিরা সমাজসেবক নন। তাঁরা আসেন লাভ দেখতে রোজগার দেখতে। তাঁদের রোজগার করার অনুকূল পরিবেশ আছে কিনা তা তাঁরা দেখেন। মুখ্যমন্ত্রীর উচিত বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ গড়ে তোলা।’

অধীরের এহেন মন্তব্যকে ঘিরেই কার্যতই শোরগোল রাজনৈতিক মহলে। উল্লেখ্য, মমতার এই বাণিজ্য সম্মেলনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেউচা পাচামিতে যায় বিজেপি বিধায়কদের একটি দল। সেখান থেকেই ভূমি আন্দোলনের ডাক দেন শুভেন্দু। বিজেপির এই দল সেখানে যাওয়ার আগেই আজই দেউচা পাচামিতে পৌঁছেছিলেন অধীর রঞ্জন চৌধুরীও।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর