পেটের জন‍্য কত কী না করতে হয়! সৌরভকে দেব-রুক্মিনীর সঙ্গে নাচতে দেখে খোঁচা নেটনাগরিকের

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগেই ‘কিশমিশ’ প্রেমে সবাইকে মজিয়ে দিচ্ছেন দেব (Dev) ও রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। এপ্রিলের শেষেই মুক্তি পাচ্ছে কিশমিশ। তার আগে নানান রকম ভাবে ছবির প্রচার করছেন দেব। ডিজিটাল মাধ‍্যমকে খুব ভালভাবেই কাজে লাগিয়েছেন তিনি। বাদ দিলেন না নন ফিকশন শোগুলিকেও। দেব রুক্মিনী সহ কিশমিশের গোটা টিম হাজির হল ‘দাদাগিরি’র মঞ্চে।

নিজের ছবির প্রচারে দাদাগিরিকে কখনোই ভোলেন না দেব। এর আগে ‘টনিক’ ছবির প্রচারেও পরান বন্দ‍্যোপাধ‍্যায়কে সঙ্গে নিয়ে এসেছিলেন দেব। সেবারে অভিনেতা বলেছিলেন, তাঁর বাড়িতেও সকলে মনে করেন সৌরভ (Sourav Ganguly) বলা মানেই ছবি হিট হবে।
তাঁর নিজের মতেও ছবির প্রচার শুরু বা শেষ ‘দাদাগিরি’ দিয়েই হওয়া উচিত। আর তিনি সেটাই করেন।

IMG 20220420 172903
উত্তরে সৌরভ মজা করে বলেছিলেন, “দেব অনেকগুলো ছবি করে। কিন্তু যেটা স্পেশ‍্যাল ছবি হয় সেটা দাদাগিরিতে এসে প্রোমোট করে। নাহলে কিন্তু দাদা ওকে ছাড়বে না! কোনো সিজন গ‍্যাপ রাখা যাবে না।”

দাদার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন দেব। তাই তো এক সিজনে দু দুটি ছবি প্রচার করলেন দাদাগিরিতে। সম্প্রতি শুটিং সারা বিশেষ কিশমিশ পর্বের। এতদিন যাদের যাদের সঙ্গে ছবির প্রচার করেছেন, সবাইকে দিয়েই রিল ভিডিও বানিয়েছেন দেব। বাদ রাখলেন না সৌরভকেও।

IMG 20220421 004645

https://www.instagram.com/reel/CckpB2ilfQa/?igshid=YmMyMTA2M2Y=

দেব, রুক্মিনী সহ কিশমিশের টিমের সঙ্গের রিল ভিডিও বানালেন বিসিসিআই প্রেসিডেন্ট। ‘তোকে তুই বলব না তুমি’ গানের সঙ্গে ট্রেন্ডিং স্টেপও মেলালেন। দেব, রুক্মিনী দুজনেই শেয়ার করেছেন ভিডিওটি। সৌরভকে নাচতে দেখে অবাক নেটিজেনরা। কয়েকজন খোঁচা মারতেও ছাড়েননি। একজন লিখেছেন, ‘দাদাকে এই অবস্থায় দেখে খারাপ লাগছে। আপনিও কী করবেন! পেটের জন‍্য কত কী না করতে হয়।’

IMG 20220421 010137IMG 20220421 010209
আসলে এই প্রজন্মের বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ‍্যম রিল ভিডিওকেই প্রচারের জন‍্য হাতিয়ার বানিয়েছেন দেব। এর আগে প্রেমিকা রুক্মিনীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের রোম‍্যান্স করিয়েছেন। এমনকি নিজেও নেচেছেন প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে। ‘কিশমিশ’ এর জনপ্রিয় গান ‘তোকে তুই বলব না তুমি’র সঙ্গে নেচে ভিডিও বানিয়েছেন দেব প্রসেনজিৎ ও তৃষাণজিৎ।

Niranjana Nag

সম্পর্কিত খবর