চিকিৎসা ক্ষেত্রে নবজাগরণ! নতুন রূপ পেতে চলেছে ভারতের ঐতিহ্যবাহী ওষুধ, বড় ঘোষণা করলেন মোদী

বাংলাহান্ট ডেস্ক :  শীঘ্রই ঐতিহ্যবাহী ওষুধের পণ্যগুলিকে স্বীকৃতি দিতে আয়ুষ চিহ্ন চালু করতে চলেছে ভারত (India)। এমনটাই ঘোষণা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রের এই পদক্ষেপ এবার দেশের মানসম্পন্ন আয়ুষ পণ্যগুলিকে বৈধতা দেবে বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে, যে সমস্ত মানুষ বাইরের দেশ থেকে এদেশে ঐতিহ্যগত আয়ুষ চিকিৎসা করাতে আসেন, তাঁদের জন্য এবার আয়ুষ ভিসাও চালু করবে ভারত। ফলে এই চিকিৎসা করানোর জন্য ভারতে আসা অত্যন্ত সহজ হয়ে যাবে বিদেশীদের কাছে। ভারতের আয়ুষ চিকিৎসাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পৌঁছে দিতেই এই পন্থা ভারতের।

কিন্তু কী এই আয়ুষ চিকিৎসা পদ্ধতি? আয়ুষ হল পাশ্চাত্য অ্যালোপ্যাথি এবং শল্য চিকিৎসার বিকল্প চিকিৎসা ব্যবস্থার সংক্ষিপ্ত রূপ।  আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি এই সবকটিকে একত্রে আয়ুষ বলা হয়ে থাকে। ক্ষমতায় আসার পর থেকেই দেশে আয়ুষের প্রচারের জন্য সচেষ্ট হয়েছিল বিজেপি। এই চিকিৎসা ব্যবস্থাগুলি প্রচারের জন্য বিজেপি সরকার দ্বারা আয়ুষের একটি পৃথক মন্ত্রকও গঠন করা হয়।

গুজরাটের মহাত্মা মন্দিরে তিন দিনের গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন সম্মেলনের উদ্বোধনের পর নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় বলেন, ‘ভারত শীঘ্রই আয়ুষ চিহ্ন চালু করবে, যা দেশের মানসম্পন্ন আয়ুষ পণ্যের বৈধতা দেবে।  অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাচাইকৃত পণ্যগুলিতে চিহ্ন দেওয়া হবে।  এটি বিশ্ববাসীকে আস্থা দেবে যে তাঁরা মানসম্পন্ন আয়ুষ পণ্যই কিনছেন।’ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ এবং হু মহাপরিচালক ডঃ টেড্রোস ঘেব্রেইসাস।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর