তিনি নন, ইশান ও শ্রেয়সকে চুক্তি থেকে বাদ দিয়েছে অন্যকেউ! নাম জানালেন জয় শাহ

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরই ভারতীয় ক্রিকেট বোর্ড (Board Of Control For Cricket In India) তাদের দুই অবাধ্য ক্রিকেটারকে শাস্তি দেয়। আর এই দুজন হলেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিশন। বোর্ড এবং দলের নির্দেশ না মানার কারণেই দুজনকে দলের বার্ষিক চুক্তি থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু এই নির্দেশের পিছন ঠিক কে ছিলেন? কার অঙ্গুলিহেলনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়? তবে কি জয় শাহ (Jay Shah) কলকাঠি নেড়েছেন? নিজেই এই ব্যাপারে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে শ্রেয়স এবং ঈশানকে দল থেকে বাদ দেওয়া নিয়ে মুখ খোলেন জয় শাহ। তার কথায় এই সিদ্ধান্ত তার নয়, বরং এই সিদ্ধান্তের জন্য দায়ী বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর। সাংবাদিক বৈঠকে জয় বলেন, “আপনারা ভারতীয় ক্রিকেটের সংবিধান খুলে দেখতে পারেন। বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেটা আমি সবাইকে জানাই। আমি সিদ্ধান্ত নিই না।”

তিনি আরো বলেন যে, দুই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। আর এই সিদ্ধান্ত নেন খোদ প্রধান নির্বাচক অজিত আগরকার। বোর্ড সচিব জয় শাহ আরো জানান, ভারতে বর্তমানে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। তাই নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তেই হবে। বহু নতুন ক্রিকেটার উঠে আসছে। তারাও নিজেদের স্থান বানাতে আগ্রহী। এমতবস্থায় কোনো খেলোয়াড় বুক করলে শাস্তি তো তাকে পেতেই হবে।

আরও পড়ুন:ধর্মান্তরিত করে যৌন হেনস্থা, রেল লাইনে ধাক্কা দিয়ে খুন! লাভ জিহাদের ভয়ঙ্কর পরিণতি উত্তরপ্রদেশে

Jay Shah X

জয় শাহ স্পষ্ট করে দেন যে, এখানে কারো জায়গাই চিরস্থায়ী নয়। তবে পুরোপুরি যে বাদ গিয়েছেন শ্রেয়স ও ঈশান তাও নয়। তারাও ফিরে আসতে পারেন দলে। এই বিষয়ে জয় বলেন, জাতীয় দলে স্থান না পেলেও আইপিএলে খেলছে শ্রেয়স এবং ঈশান। ওখানে ভালো খেললেও সুযোগ থাকছে তাদের, এছাড়া ঘরোয়া ক্রিকেটও খেলতে হবে তাদের। তাহলেই আবারো ভারতীয় দলে খেলার সুযোগ থাকছে তাদের। কারণ এই সিদ্ধান্ত নির্ভর করবে দলের নির্বাচক এবং ম্যানেজমেন্টের ওপর।

আরও পড়ুন:‘আমরা অনুমতি দিইনি’, চিনের গুপ্তচর জাহাজকে নিয়ে উলটো সুর মালদ্বীপের গলায়

উল্লেখ্য, এবারের আইপিএলে তেমন একটা ফর্মে নেই ঈশান কিষাণ। চেষ্টা করলেও তার ব্যাট থেকে বড় রান আসছেনা। আবার শ্রেয়এ কিছুটা হলেও ফর্মে ফিরেছেন। দলকে জয় এনে দিতে সাহায্য করেছেন এবং রানও করেছেন কয়েকটি ম্যাচে। তার নেতৃত্বে দারুণ পারফর্ম করছে কলকাতা নাইট রাইডার্স। তবে ঈশান কিষানের মতো তারও জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর