‘আমরা অনুমতি দিইনি’, চিনের গুপ্তচর জাহাজকে নিয়ে উলটো সুর মালদ্বীপের গলায়

বাংলা হান্ট ডেস্ক: মালদ্বীপে (Maldives) এসেছে চিনপন্থী মুইজ্জুর (Mohamed Muizzu) সরকার। ক্ষমতায় বসার পর থেকেই ভারতের (India) প্রতি তাদের বিরূপ মনোভাব গড়ে ওঠে। একইসাথে চিনের সঙ্গে বাড়াতে থাকে সখ্যতা। ধীরে ধীরে সম্পর্ক খুবই তিক্ত হয়ে ওঠে দুই দেশের মধ্যে। স্বাভাবিক ভাবেই ভারত বিরোধী অবস্থান নেওয়ার কারণে সেদেশে কমতে থাকে ভারতীয় পর্যটক। পর্যটন ভিত্তিক দেশ তখনই ভারতের পায়ে কেঁদে পড়ে। অনুরোধ করে মালদ্বীপ ভ্রমণ করার জন্য।

এদিকে ভারতবিরোধী কর্মকাণ্ডে লাগাম টানছেনা তারা। চিনের গুপ্তচর জাহাজ ঘিরে আসে মালদ্বীপ। যদিও তাদের দাবী, তারা নাকি এর অনুমতি দেয়নি। ভারতসহ প্রতিবেশী অন্যান্য দেশগুলোর জন্য ভারত মহাসাগরের শান্তি এবং নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামির। বৃহস্পতিবার তিনি বলেন, তার সরকার মালদ্বীপের জলসীমায় গবেষণার জন্য চিনা জাহাজকে অনুমতি দেয়নি।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন চিনা সামুদ্রিক গবেষণা জাহাজ (যেটি কিনা আদতে একটি গুপ্তচর জাহাজ হিসেবে কাজ করে) জিয়াং ইয়াং হং 3 আবারো পৌঁছেছে মালদ্বীপে। গত দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার মালদ্বীপের জলসীমানায় দাঁড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ। এদিকে ভারত সফরে থাকা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির অন্য গান গাইছেন।

আরও পড়ুন:মোদী কূটনীতির দাপট! ৫ বন্দি ভারতীয় নাবিককে ফেরাল ইরান, বিরাট জয় ভারতের

জমির বলেন, ‘ভারত মহাসাগরের শান্তি এবং নিরাপত্তা আমাদের প্রতিবেশী ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, এই বিষয়ে আমরা একসাথে কাজ চালিয়ে যাব।’ মালদ্বীপে চিনা জাহাজের সফরের বিষয়ে তিনি বলেন, আমাদের সরকার স্বতন্ত্র এবং বন্ধুত্বপূর্ণ পোর্টেবল পারমিট জারি করেছে। চিন কূটনৈতিক ছাড়পত্র পেয়েছে, যা মালদ্বীপে খুবই সাধারণ।

আরও পড়ুন:কালবৈশাখীর করাল গ্রাসে ভয়াবহ ট্রলার-ডুবি, বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ দেশ হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আসা জাহাজকে স্বাগত জানাতে প্রস্তুত। তারা মালদ্বীপের জলসীমায় গবেষণার জন্য আসেনি এবং মালদ্বীপের জলসীমার মধ্যে গবেষণার জন্য চিনা জাহাজকে আমরা অনুমতি দিইনা। আমরা কোনো গবেষণা ভিত্তিক জাহাজকেই আসার অনুমতি দিইনা।

আরও পড়ুন:স্যাম পিত্রোদায় রক্ষে নেই দোসর মণিশঙ্কর! প্রবীণ নেতার পাকিস্তান প্রীতি উথলে উঠতেই বিপাকে কংগ্রেস

উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল ভারতের সাথে উত্তেজনার সময়ই চিনা গবেষণা জাহাজ পুনরায় ফিরে যায় মালদ্বীপের জলসীমায়। সেদেশে ম্যুইজ্জুর সরকার গঠন হওয়ার পর এটি দ্বিতীয়বার যে, এমন জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করছে। এর আগে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মাউমুন বলেন যে, চিনা জাহাজ মালদ্বীপের জলসীমার অভ্যন্তরে এলেও কোনো গবেষণা চালাবে না এই নিয়ে। কিন্তু এই জাহাজকে ছাড়পত্র দেওয়া নিয়ে আবারো মালদ্বীপ ভারী সম্পর্কের মধ্যে তিক্ততা ছড়িয়ে পড়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর