স্যাম পিত্রোদায় রক্ষে নেই দোসর মণিশঙ্কর! প্রবীণ নেতার পাকিস্তান প্রীতি উথলে উঠতেই বিপাকে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) চলছে। আর তারইমধ্যে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের (Mani Shankar Aiyar) বক্তব্য আবারও হেডলাইন তৈরি করেছে। ফের বড় বিবৃতি দিয়েছেন তিনি। অবশ্য কংগ্রেসের বা মণিশঙ্কর আইয়ারের পাকিস্তান (Pakistan) প্রেম নতুন কিছু নয়, কিন্ত লোকসভা ভোটের আগে যেভাবে তিনি মুখ খুলেছেন তা বেশ অবাক করার মতোই। পাকিস্তান প্রসঙ্গে আইয়ার বলেন, ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা কারণ তাদের কাছে পরমাণু বোমা রয়েছে।

কংগ্রেস নেতার বক্তব্য নিয়ে বিজেপি এখন বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছে। তাদের দাবী, পাকিস্তানের প্রতি মণিশঙ্কর আইয়ারের ভালবাসা এবং প্রীতি আবার জেগে উঠেছে। এই নিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন যে, পাকিস্তানের প্রতি কংগ্রেসের ভালবাসা আর শেষ হওয়ার নয়। বিজেপি আক্রমনাত্মক হয়ে উঠেছে কংগ্রেসের বয়ান সম্পর্কে।

কী বলেছিলেন মণিশঙ্কর আইয়ার?
কংগ্রেসনেতা মণিশঙ্কর আইয়ার তার এক বক্তব্যে পাকিস্তান সম্পর্কে বলেন, “ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা, কারণ তাদের কাছে রয়েছে পারমাণবিক বোমা। ভারত যদি তাদের সম্মান না করে এবং আলোচনার টেবিলে বসে কথা না চালায় তাহলে ভারতের বিরুদ্ধে তারা পরমাণু বোমা ব্যবহার করতে পারে।”

আরও পড়ুন: মাঝ আকাশেই দাউদাউ করে জ্বলছে বাংলাদেশের যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ল, মৃত ১ পাইলট

তিনি আরো বলেন, ভারত যে পেশীবহুল বিদেশ নীতি এবং পাকিস্তান নীতি দেখাচ্ছে তাতে নাকি আখেরে ভারতেরই ক্ষতি। উল্লেখ্য, যে বক্তব্যটি ভাইরাল হয়েছে সেটি গত এপ্রিল মাসের। মণিশঙ্কর আইয়ার তার বক্তব্যে বলেন, “পাকিস্তান একটি সার্বভৌম দেশ, তাদেরকেও সম্মান করতে হবে। যতটা সম্ভব কঠোরভাবে কথা বললেও কথা চালিয়ে যাওয়াটা জরুরি। কিন্তু সেটা বন্ধ করে দিয়ে কি পেলেন?”

আরও পড়ুন: কালবৈশাখীর করাল গ্রাসে ভয়াবহ ট্রলার-ডুবি, বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০

তার কথায় কংগ্রেসের সেই পুরনো পাকিস্তান নীতিই উঠে আসে। সেখানেই পড়ে রয়েছেন বলে বোঝা যাচ্ছে। আর বিজেপি তাকে ছেড়ে কথা বলছেনা। বিজেপির অন্যতম সেরা নেতা এবং বেগুসরাইয়ের প্রার্থী গিরিরাজ সিং, মণিশঙ্কর আইয়ারের উদ্দেশ্যে বলেন যে, মণিশঙ্কর এবং রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন। তিনি মনে করিয়ে দেন যে, ভারত এখন অনেক বেশি শক্তিশালী। কেও ভারতের দিকে চোখ তুলে তাকালে তাকে তার ভাষাতেই জবাব দেওয়া হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর