কালবৈশাখীর করাল গ্রাসে ভয়াবহ ট্রলার-ডুবি, বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০

বাংলা হান্ট ডেস্ক : বৈশাখের শেষে তুমুল তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী (Kalbaisakhi)। একেবারে হাত খুলে ব্যাটিং শুরু করেছে ঝোড়ো হাওয়া। সেই সাথে চলছে ঝড় বৃষ্টির তুমুল তাণ্ডব। আর তাতেই ঘটে গেল চরম বিপত্তি। এক ঝড়ে ডুবে গেল ২০ নুনবোঝাই ট্রলার। বঙ্গোপসাগরের গর্ভে তলিয়ে গেল অন্তত ৭০। ছড়িয়েছে চরম আতঙ্ক।

চলতি বৈশাখের শুরুর থেকেই কালবৈশাখীর অপেক্ষায় হা পিত্যেশ করে বসে ছিল দেশবাসী। এখনও কেন কালবৈশাখী আসছেনা সেই নিয়ে শুরু হয়েছিল টেনশন। গরমের দাপটে কার্যত নাজেহাল অবস্থা ছিল বঙ্গবাসীর। অনেকেই জানতে চাইছিল বৃষ্টির কথা। তবে কে জানত এই কালবৈশাখী এত বিপদ ডেকে আনবে!

সূত্রের খবর, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গত বুধবার। ঘটনাটি ঘটেছে আমাদেরই পাশের দেশে। বাংলাদেশ (Bangladesh) পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে সমুদ্র-পথে আসছিল বেশ কয়েকটি ট্রলার। নুন বোঝাই এই ট্রলারগুলির গন্তব্য ছিল চট্টগ্রাম শহর।

তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে গেল বড় দুর্ঘটনা। খবর আসছে, বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় তুমুল ঝড় বৃষ্টির সম্মুখীন হয় এই ট্রলারগুলি। হাওয়ার দাপট এতটাই ছিল যে, এক লহমায় সমূদ্রের গর্ভে তলিয়ে যায় ২০ টি ট্রলার। প্রাপ্ত খবর অনুযায়ী, ঐ ট্রলারগুলিতে অন্তত ১০০ জন ব্যক্তি ছিল বলে খবর।

শোনা যাচ্ছে, ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৭০ জন এখনও নিখোঁজ। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে উদ্ধারকারীদের ধারণা, এই প্রবল তাণ্ডবে নিখোঁজ ৭০ জনকে জীবিত পাওয়ার সম্ভাবনা নিতান্তই নগণ্য। তবে এখনও জারি রয়েছে উদ্ধারকাজ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর