বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা খুবই খারাপ যাচ্ছে। এই মরশুমেও ক্লাবে কোনও ট্রফি নেই, ক্লাবের অন্যতম সেরা প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সদ্যজাত সন্তানের অকাল মৃত্যু, লিভারপুলের কাছে লজ্জাজনক ভাবে ৪-০ গোলে হার। দুর্বিষহ হয়ে উঠছিল ম্যান ইউ ভক্তদের জীবন। কিন্তু তারই মধ্যে একটি আশাপ্রদ খবরে মনে কিছুটা হলেও আনন্দ পেলেন ম্যান ইউ ভক্তরা।
ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ নিয়োগ করতে চলেছে তাদের সিনিয়র ফুটবল দলের জন্য। ডাচ চাণক্য এরিক টেন হ্যাগ হবেন নতুন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার। তিনি আসন্ন মরশুমে আয়াক্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ম্যান ইউয়ের অন্তর্বর্তী ব্যবস্থাপক ম্যানেজার রাল্ফ র্যাগনিককে প্রতিস্থাপন করবেন।
Official, confirmed. Erik ten Hag has been appointed as new Manchester United manager. He’s the man for the new era. 🚨🇳🇱 #MUFC
Official statement by Manchester United & Ajax confirms the agreement completed and signed. pic.twitter.com/vIWlJOzLiE
— Fabrizio Romano (@FabrizioRomano) April 21, 2022
ডাচ কোচ ওল্ড ট্র্যাফোর্ডে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। ডাচ চ্যাম্পিয়নদের ছেড়ে তিনি এমন একটি ক্লাবের সাথে কাজ করার জন্য যারা বর্তমানে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে এবং গত পাঁচ বছরে কোনও ট্রফি পায়নি। ফলে তার ওপর প্রত্যাশার পাহাড় থাকবে তা তিনি ঠিকই জানেন। আসন্ন ট্রান্সফার মার্কেট থেকে তাকে প্লেয়ার পছন্দ করে দলে নেওয়ার স্বাধীনতা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ম্যান ইউনাইটেড। সেইসঙ্গে যে প্লেয়াররা তার পরিকল্পনার অংশ হবেন না তাদের কে-ও ছেঁটে ফেলবেন তিনি।
টেন হ্যাগ আয়াক্সে তার কাজের জন্য প্রশংসা অর্জন করেছেন যেখানে তিনি দুটি ডাচ লিগ খেতাব জিতেছেন। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে একটি তারুণ্যে ভরা দলকে নিয়ে সেমিফাইনাল অবধি গিয়েছেন এবং ফুটবলের একটি উত্তেজনাপূর্ণ ব্র্যান্ড উপহার দিয়েছেন যা কেউ কেউ আশা করছেন যে তিনি প্রিমিয়ার লিগেও বয়ে আনবেন।