সিনেমা নিয়ে ‘খিল্লি’ করার জন‍্য বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ করনের! চেষ্টা করেও ঢুকতে পারেননি রণবীর-আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকারা এখনো আমজনতার ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গিয়েছেন। সম্প্রতি সেলেবদের জন‍্য বিশেষ ‘ডেটিং অ্যাপ’ এর খোঁজ পাওয়া গিয়েছিল। এবার করন জোহর (Karan Johar) ফাঁস করলেন একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, যেখানে শুধু ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারাই সদস‍্য হতে পারেন। তবুও অনেক চেষ্টা করেও গ্রুপে ঢুকতে পারেননি সদ‍্য বিবাহিত রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।

বলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় উপরের দিকেই নাম থাকবে রণবীর আলিয়ার। কিছুদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তাঁরা। মেহেন্দি, বিয়ে, রিসেপশনে এসে আসর জমিয়েছেন আলিয়ার ‘বাবা’ করন জোহরও‌। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় কেঁদেও ভাসিয়েছেন। অথচ তাঁকে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে জায়গা দেওয়ার বেলায় অনীহা করনের।

karan johar alia bhatt
ব‍্যাপারটা কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে করন জানান, তিনি ‘এ লিস্ট’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস‍্য। সেখানে তাঁর ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুবান্ধব রয়েছেন যাদের নাম ইংরেজি অক্ষর ‘A’ দিয়ে শুরু হয়। তালিকায় রয়েছে পরিচালক অয়ন মুখার্জি, অভিষেক বর্মনের নাম‌।

এই গ্রপে নাকি নতুন মুক্তি পাওয়া ছবি আর ট্রেলার নিয়ে ‘খিল্লি’ করা হয়। করনেরও এই সব বিষয়ে ভাবনা চিন্তা একই রকম বলেই নাকি এই গ্রুপে জায়গা পেয়েছেন তিনি। রণবীর আলিয়াও অনেক চেষ্টা করেছিলেন গ্রুপে ঢোকার জন‍্য। কিন্তু প্রতিবারই তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের।

কেন? আসলে অয়ন মুখার্জিই নাকি আপত্তি জানান রণবীর আলিয়াকে গ্রুপে ঢোকানো নিয়ে। কারণ এই গ্রুপে তাঁদের ছবি নিয়েও আলোচনা হবে যেগুলো হয়তো রণবীর আলিয়ার পছন্দ নাও হতে পারে। এখানেই শেষ নয়। বলিউড অভিনেত্রী ও তারকাদের স্ত্রীদের জীবনযাপন নিয়েও বিষ্ফোরক তথ‍্য জানান করন।

শোক সভায় যাওয়ার সময়েও নাকি নিজেদের পোশাক নিয়ে আর কেমন দেখাচ্ছে তা নিয়ে খুঁতখুঁত করতে থাকেন ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের স্ত্রীরা। এই লজ্জাজনক ঘটনা থেকেই ‘ফ‍্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ এর আইডিয়া মাথায় আসে করনের।

Niranjana Nag

সম্পর্কিত খবর