ব্রেকিং খবর: ইতিহাসে প্রথমবার, হজ কমিটির গদিতে বসলেন দুই মহিলা, মাফুজা খাতুন ও মুনাওয়ারি বেগম

বাংলাহান্ট ডেস্ক : ভারতের হজ কমিটির চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হলেন এপি আবদুল্লাহকুট্টি। সেই সঙ্গে ইতিহাসে এই প্রথমবার দুই মহিলাকে বেছে নেওয়া হয়েছে হজ কমিটির ভাইস চেয়ারপার্সন হিসেবে।

নব নির্বাচিত সেই দুই মহিলা সহ সভাপতি হলেন মুনাওয়ারি বেগম এবং মাফুজা খাতুন। তাঁদের দুজনকেই অভিনন্দন জানিয়েছেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নকভি। এই দুজন মহিলা এই দায়িত্ব পাওয়ায় আনন্দও প্রকাশ করেন তিনি।

একটি ট্যুইট করে নকভি বলেন, ‘আজ হজ কমিটির নব নির্বাচিত চেয়ারপার্সন এপি আবদুল্লাহকুট্টি, এবং ভাইস চেয়ারম্যান মুনাওয়ারি বেগম ও মাফুজা খাতুন সাহিবাকে অভিনন্দন জানাই। আমি খুশি যে প্রথমবারের জন্য দুজন মুসলিম মহিলা হজ কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, এপি আবদুল্লাহকুট্টি বিজেপির জাতীয় সহ সভাপতি ও প্রাক্তন সাংসদ। অন্যদিকে মুনাওয়ারি বেগম কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সদস্য। মাফুজা খাতুন বিজেপির বেঙ্গল ইউনিটের সহ সভাপতি। ফলে বিষয়টি যে রাজনৈতিক দিক দিয়েও বেশ তাৎপর্যপূর্ণ তেমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর