বিড়ালের সমনে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা ইঁদুরের! ভাইরাল ভিডিওয় ফিরে এলো ‘টম এন্ড জেরির’ স্মৃতি

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন সময় নানান বৈচিত্র্যময় ভিডিও দেখতে পাই, যা কখনো আমাদের হতভম্ব করে তোলে তো কখনো আবার ভিডিওগুলি বেশ মজাদার হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আমাদের পুনরায় শৈশবকালে ফিরে যেতে বাধ্য করেছে। বাচ্চা বয়সে কার্টুন চ্যানেল খুলেই প্রথম যে দিকে আমাদের নজর থাকতো, তা হলো ‘টম এন্ড জেরি’। বিখ্যাত এই কার্টুনে ‘জেরি’ নামক ইঁদুরটির সাথে ‘টম’ বিড়ালের খুনসুটির সম্পর্ক ছিল সকলেরই প্রিয়। আর সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও আমাদের শৈশবের সেই পুরনো স্মৃতি আরো একবার জাগিয়ে তুলেছে।

Unseen Zindagi নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি। এখানে প্রথমেই দেখা যাচ্ছে, একটি বিড়াল রাস্তার ধারে একটি দেওয়ালের পাশে দাড়িয়ে রয়েছে। এখানে স্পষ্ট বোঝা যায় যে, প্রাণীটি শিকারের উদ্দেশ্যেই অপেক্ষা করছে এবং আচমকাই তার নজর যায় একটি ইঁদুরের দিকে। এরপর সে ইঁদুরটিকে শিকারের জন্য তার পেছনে দৌড় করলে সেই ছোট্ট প্রাণীটিও প্রাণ বাঁচানোর জন্য ছুটতে আরম্ভ করে। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, রাস্তার ধারে ইঁদুরের একেবারে সামনে পৌঁছে যায় বিড়ালটি এবং এরপরেই এমন এক ঘটনা ঘটে, যা দেখে হতভম্ব হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা।

ভিডিও দেখা যায় মৃত্যুর একেবারে সামনে দাঁড়িয়ে এরপর ইঁদুরটি একপ্রকার হাতজোড় করে বিড়ালের কাছে প্রাণভিক্ষা চাইতে থাকে। তার এই কর্মকাণ্ডের ফলে সামান্য কিছুক্ষণের জন্য বিড়ালটির নজর অন্যত্র ঘুরতেই সেখান থেকে দৌড়ে পালায় ছোট্ট প্রাণীটি। ইদুর এবং বিড়াল এর এই ভিডিওটি সকলের বেশ পছন্দ হয়। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকলেই কমেন্ট বক্সে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর