দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ, বন্ধুকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

বাংলাহান্ট ডেস্ক : এই নিয়ে পর পর দুবার। আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেনকে পরাজিত করেই দ্বিতীয় বারের জন্য ফরাসী মসনদে বসলেন তিনি। সেদেশে এই নির্বাচনে ম্যাক্রোঁর পাওয়া ভোটের পরিমান ৫৮.৮%, যেখানে তাঁর প্রধান বিরোধী মেরিন লে পেন পেয়েছেন মাত্র ৪১.২% ভোট।

লে পেনের বিপক্ষে ম্যাক্রোঁর এই জয় কিছুটা হলেও প্রত্যাশিতই ছিল। প্রথম ধাপের ভোটে দুই শীর্ষ নেতাই পিছিয়ে পড়লে নীতিগত ভাবে ভিন্নমত সত্ত্বেও অতি বামপন্থী জিন লস ম্যালেঙ্কো মধ্যপন্থী ম্যাক্রোঁকে সমর্থনের ডাক দেন। তিনি তাঁর সমর্থকদের কাছে আবেদন করেন লে পেনকে একটিও ভোট না দিতে। যার ফলাফল ভোটের রেজাল্টেই বেশ ভালোরকম স্পষ্ট।

একই সঙ্গে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হিজাব, মুসলিম অধীবাসীদের আশ্রয়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের মত বিষয়গুলিও বড় রকম ভূমিকা পালন করেছে এই ভোটে।

ইম্যানুয়েল ম্যাক্রোঁর এই জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘আবারও নির্বাচিত হওয়ার জন্য ইম্যানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানাই। আমি ভারত ফান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি। ‘

ম্যাক্রোঁর এহেন জয়ে উচ্ছ্বসিত তাঁর সমর্থকরা। তাঁকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁও। স্বামীর এই জয়ে কার্যতই আত্মহারা তিনি। উল্লেখ্য, ইম্যানুয়েল ম্যাক্রোঁই হবেন ফ্রান্সের তৃতীয় প্রেসিডেন্ট যিনি টানা দুবার এই পদে আসীন হবেন। এর আগে মাত্র দুজনই লাগাতার দুবার প্রেসিডেন্টের আসনে বসেছেন।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর