IPL ইতিহাসের সবথেকে খারাপ রেকর্ড দায়ের হল মুম্বই ইন্ডিয়ান্সের নামে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বের কোনো ক্রিকেট ভক্ত বিশ্বাস নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে আইপিএলের ইতিহাসে সেরা দলের চলতি মরশুমে এই অবস্থা। মুম্বাই ইন্ডিয়ান্স ছিল সেই দল যারা আইপিএলের ইতিহাসে পাঁচবার শিরোপা জিতেছে। আইপিএলের ১৫ তম মরশুমে, মুম্বাই তাদের প্রথম ৮টি ম্যাচ হেরেছে এবং এখন এই দলটির আইপিএল প্লে অফে ওঠার সমস্ত রাস্তা বন্ধ। রোহিত শর্মার দলের এমন বাজে অবস্থা এই প্রথম। সেই সঙ্গে মুম্বাইয়ের নামে আরও একটি বিব্রতকর রেকর্ড যুক্ত হয়েছে।

রবিবার রাতে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৩৬ রানের ব্যবধানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এটা ছিল মুম্বাইয়ের টানা অষ্টম পরাজয়। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল তাদের টুর্নামেন্টের শুরু থেকে প্রথম ৮ ম্যাচে হারের মুখ দেখেছে। আইপিএলে কোনো দলেরই এত খারাপ রেকর্ড নেই। আশ্চর্যের বিষয় হল, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফিজয়ী দল মুম্বাইয়ের নামের সাথেই এই লজ্জার রেকর্ড জুড়ে গেল।

rohit sharma

এটি ছাড়াও আরও একটি বাজে রেকর্ডের তালিকায় নাম উঠল মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই এখন তৃতীয় আইপিএল দলে পরিণত হয়েছে যারা টানা ৬ টিরও বেশি ম্যাচ হেরেছে। মুম্বাই ছাড়াও, ডেকান চার্জার্স আইপিএল ২০০৮-এ এবং পাঞ্জাব কিংস ২০১৫ সালে টানা ৭ টি ম্যাচ হেরেছে। এই তালিকায় রয়েছে দিল্লি ক্যাপিটালসের নামও। ২০১৪ সালে দিল্লি টানা ৯ ম্যাচে হেরেছিল। এই মরশুমে যদি মুম্বাই তার পরবর্তী ম্যাচ হারে, তবে এই খারাপ রেকর্ডটিও রোহিতের দলের নামের সাথেই জুড়ে যাবে।

মুম্বাই এখনও পর্যন্ত ১৪ টি আইপিএল মরসুমের মধ্যে ৫টিতে ট্রফি জিতেছে। ইতিহাসে কোনো দলই মুম্বাইয়ের সমান শিরোপা জিততে পারেনি। রোহিতের দল ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছে। মুম্বই ছাড়াও সিএসকে ৪ বার আইপিএল ট্রফি জিতেছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর