গ্ল‍্যামার দুনিয়ার হাতছানি, মডেলিংয়ের পর বলিউডেই ডেবিউ করছেন সচিন-কন‍্যা সারা তেন্ডুলকর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতের না হলেও তিনিও তারকা সন্তানই বটে। সারা তেন্ডুলকর (Sara Tendulkar), গত কয়েক বছর ধরে ইন্টারনেট সেনসেশন হয়ে রয়েছে নামটা। বাবা স্বনামধন‍্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কিন্তু বাবার পরিচয়ে পরিচিত হওয়ার প্রয়োজন সারার পড়েনি এখনো পর্যন্ত। নিজস্ব গুণেই লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন তিনি।

সচিন তেন্ডুলকরের মেয়ে হিসাবেই প্রথমটা নজর কেড়েছিলেন সারা। তাঁর রূপ, শিক্ষাগত যোগ‍্যতার পরিচয় আরো জনপ্রিয়তা এনে দেয়। মডেলিং জগতে আগেই পা রেখেছিলেন সারা। এবার নাকি বলিউডেও পা রাখতে চলেছেন তিনি সচিন কন‍্যার সম্ভাব‍্য বলিউড ডেবিউই এখন আলোচনার অন‍্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে টিনসেল টাউনে।


সূত্রের খবর মানলে, মডেলিংয়ে অভিষেক করার পর অভিনয়ে আসার আগ্রহ দেখিয়েছেন সারা। রীতিমতো অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এমনকি কয়েকটি ব্র‍্যান্ডের হয়েও নাকি কাজ করেছেন সচিন কন‍্যা। এখন বলিউডের জন‍্য প্রস্তুতি নিচ্ছেন সারা। মেয়ের অভিনয়ে আসা নিয়ে বাবা সচিনের সমর্থনও নাকি রয়েছে।

উল্লেখ‍্য, এর আগেও খবর ছড়িয়েছিল যে বলিউডে অভিষেক করতে চলেছেন সারা তেন্ডুলকর। তাও আবার শাহিদ কাপুরের বিপরীতে। যদিও সেবারে মাস্টার ব্লাস্টার গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তাঁর মেয়ে পড়াশোনা নিয়েই ব‍্যস্ত। লন্ডন ইউনিভার্সিটিতে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন সারা।


মডেলিং কেরিয়ারে একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক সংস্থার হাত ধরে অভিষেক হয়েছে সারার। লন্ডনের একটি প্রখ‍্যাত ব্র‍্যান্ডের হয়ে বিজ্ঞাপন শুট করেছেন সারা। সেই বিজ্ঞাপনের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। সঙ্গে ফটোশুটের কয়েকটি ছবিও অনুরাগীদের জন‍্য শেয়ার করেছিলেন তিনি। ভিডিওতে সারা ছাড়াও দেখা গিয়েছিল ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী বনিতা সান্ধু এবং আহান শেট্টির বান্ধবী তানিয়া শ্রফকেও।

সম্পর্কিত খবর

X