মঞ্জুলিকার ভূত চাপল কিয়ারার ঘাড়ে! অক্ষয়ের জুতোয় পা গলালেন কার্তিক, প্রকাশ‍্যে ‘ভুলভুলাইয়া ২’ ট্রেলার

বাংলাহান্ট ডেস্ক: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া ‘ (Bhool Bhulaiyaa)। অক্ষয় কুমার ও বিদ‍্যা বালানের জুটি ভয় ধরিয়ে দিয়েছিল দর্শকদের মনে। শ্রেয়া ঘোষালের কণ্ঠে আইকনিক ‘আমি যে তোমার’ গানে মঞ্জুলিকা রূপী বিদ‍্যার নাচ কেই বা ভুলতে পেরেছে এত বছরে? ভয় আর হাসির সঠিক অনুপাতে সুপারহিট সিনেমা পরিবেশন করেছিলেন পরিচালক প্রিয়দর্শন।

তাই ভুলভুলাইয়ার সিক‍্যুয়েল আসছে শুনে স্বাভাবিক ভাবেই উত্তেজিত হয়ে পড়েছিলেন দর্শকরা। সেই উত্তেজনা ততটাই স্তিমিত হয়ে গিয়েছিল যখন জানা যায়, অক্ষয় নন। সিক‍্যুয়েল ছবিতে নায়ক কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অনেকেই মেনে নিতে পারেননি বলিউডের ‘চকোলেট বয়’কে। ২৬ এপ্রিল প্রকাশ‍্যে এল ছবির ট্রেলার। কেমন লাগল প্রথম ঝলক?


একা অক্ষয়ের চরিত্র বদল হয়নি। ভুলভুলাইয়ার সিক‍্যুয়েলে রয়েছে নতুন মঞ্জুলিকা। বিদ‍্যা বালানের জুতোতে পা গলিয়েছেন কিয়ারা আডবানী। ১৫ বছর পর আবারো ফিরেছে মঞ্জুলিকা, কণ্ঠে ‘আমি যে তোমার’। কিন্তু রুহান ওরফে কার্তিক মঞ্জুলিকার মুখোমুখি হতে একেবারেই রাজি নয়। ট্রেলারে ফিরেছে রাজপাল যাদবের ছোটা পণ্ডিত চরিত্রটি। রহস‍্যময়ী চরিত্রে রয়েছেন তব্বুও।

সিক‍্যুয়েল ছবির পরিচালনা করেছেন আনিস বাজমি। তবে ট্রেলার দেখে নেটিজেনরা খুব একটা প্রসন্ন নন। অনেকেরই দাবি, প্রথম অংশের মতো ভাল হয়নি সিক‍্যুয়েলটি। বিশেষ করে অক্ষয় বিদ‍্যার জুটির অভাবটা মেটাতে পারেননি কার্তিক কিয়ারা।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে ভুলভুলাইয়ার সিক‍্যুয়েল ছবিতে ফিরতে পারেন বিদ‍্যা বালান। এরপরেই মুখ খোলেন ভুলভুলাইয়া ২ এর নির্মাতারা। একটি বিবৃতিতে জানানো হয়, সিক‍্যুয়েল ছবিতে বিদ‍্যার থাকা নিয়ে যে গুজব ছড়িয়েছে তা একেবারেই অবাস্তব।

সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়, ভুলভুলাইয়া ২ ছবিতে মঞ্জুলিকা চরিত্রে থাকছেন না বিদ‍্যা বালান। এবার দেখার কিয়ারা কতটা মন জয় করতে পারেন দর্শকদের। আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ভুলভুলাইয়া ২।

Niranjana Nag

সম্পর্কিত খবর