এত কিছুর পরেও লজ্জা নেই! আবারো শুরু হচ্ছে ‘কফি উইথ করন’, আগাম বয়কটের ডাক নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের সবথেকে চর্চিত আবার একই সঙ্গে বিতর্কিত শো ‘কফি উইথ করন’ (Koffee With Karan)। চর্চিত এই কারণে, প্রতিটি পর্বেই তারকাদের হাঁড়ির খবর ফাঁস হত সর্বসমক্ষে। আর বিতর্কিত কারণ, করনের (Karan Johar) উসকানিতে সতীর্থদের উদ্দেশ‍্য করেই বেফাঁস মন্তব‍্য করে বসতেন অনেকেই। যা নিয়ে বেশ কয়েক বছর ধরে চলেছে আলোচনা। ২০১৯ শেষবার সম্প্রচারিত হয়েছিল কফি উইথ করন।

কিন্তু ২০২০ তে শোটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। বছরটা একেবারেই ভাল যায়নি করনের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত‍্যুর জের চলেছিল দীর্ঘদিন। সে সময়ে কফি উইথ করনের একাধিক পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে আলিয়া ভাট, সোনম কাপুর মায় করনকে পর্যন্ত সুশান্তকে নিয়ে হাসি ঠাট্টা করতে দেখা গিয়েছিল।

karan1 1484629516
ক্ষিপ্ত নেটিজেনরা শো তো বয়কটের ডাক দিয়েছিলই, উপরন্তু নেটনাগরিকদের ক্ষোভের মুখে পড়ে ইনস্টাগ্রাম থেকে মুখ লুকাতে বাধ‍্য হয়েছিলেন করন সহ একাধিক তারকা। এখন অবশ‍্য সে সবই দুঃস্বপ্নের ইতিহাস। সাম্প্রতিক খবর বলছে, আবারো নতুন উদ‍্যমে নিজের শো নিয়ে ফিরতে চলেছেন করন জোহর।

শোনা যাচ্ছে, আগামী মে মাস থেকেই নাকি শুটিং শুরু হয়ে যাবে কফি উইথ করনের নতুন শোয়ের। নব বিবাহিত দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট হতে পারেন প্রথম অতিথি। নেটিজেনদের একাংশ অবশ‍্য একেবারেই খুশি নন এ খবরে। উপরন্তু অনেকে এখন থেকেই বয়কটের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শো নির্মাতাদের।

কারোর মতে, আবারো সেই নেপোটিজমের প্রোডাক্ট এসে বহিরাগতদের নামে কূটকাচালি করবে। কেউ বলছেন, রণবীর আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারের জন‍্যই ফের শুরু হচ্ছে এই শো। তো কারোর দাবি, প্রথম অতিথি যেন বিবেক অগ্নিহোত্রী আর কঙ্গনা রানাওয়াতকে আনা হয়।

https://twitter.com/Bhoot83795679/status/1518524833989947392?t=gUwiNvNrGZ8mn0QCpj6mFg&s=19

সূত্রের খবর, রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির একটা বড় অংশের শুটিং শেষ করে শোয়ের শুটিং শুরু করবেন পরিচালক প্রযোজক। মে এর মাঝামাঝি তে শুট শুরু হলে সম্ভবত জুন নাগাদ সম্প্রচার শুরু হবে কফি উইথ করনের নতুন শোয়ের।

Niranjana Nag

সম্পর্কিত খবর