দুরন্ত বোলিংয়ের ফলস্বরূপ ম্যাচ হেরেও ম্যাচের সেরা উমরান, ক্রিকেট বিশেষজ্ঞরা ভরিয়ে দিলেন প্রশংসায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উমরান মালিকের দুরন্ত বোলিং স্পেল ভক্তদের এবং ক্রিকেট জগৎকে ফের অবাক করে দিয়েছে। যদিও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ জেতেনি কিন্তু তার পরেও উমরান মালিক আবার সকলের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তরুণ পেসার। এই রেকর্ডের মাধ্যমে, জম্মু ও কাশ্মীর পেসার এই আইপিএল মরসুমে এখনও পর্যন্ত ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যানের নজির স্থাপন করেছেন। টপকে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল-কে। সানরাইজার্স হারলেও মালিকের স্পেলকে অবজ্ঞা করা হয়নি এবং তিনিই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। তার প্রাণখোলা প্রশংসা করেছেন। তার কিছু উদাহরণ নীচে তুলে ধরা হলো-

   

২২ বছর বয়সী পেসার শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, কালকের ম্যাচের সেরা ব্যাটার ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার এবং অভিনব মনোহরের উইকেট। তার আগুনে স্পেলে হার্দিক পান্ডিয়ার উইকেট বাদে চারটি উইকেটের ক্ষেত্রে ব্যাটারদের স্টাম্প ছিটকে যায়। তার দুরন্ত বোলিংয়ের ভিডিওটি নীচে জুড়ে দেওয়া হল-

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর