কেন্দ্রের বিরুদ্ধে সরব আরেক বিজেপি বিধায়ক! দাবি না মানায় দিলেন রেল অবরোধের ডাক

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলার বিজেপি সাংসদ অর্জুন সিংকে মুখ খুলতে দেখা গিয়েছে। বর্তমানে পাট শিল্প প্রসঙ্গে কেন্দ্র সরকারের সমালোচনায় মুখর হয়েছেন অর্জুন সিং। এমনকি তৃণমূল কংগ্রেস দলের আন্দোলনে শামিল হওয়ার কথাও তিনি ঘোষণা করেন। এরপর এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অপর এক বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এমনকি দাবি না মানায় রেল অবরোধের হুঁশিয়ারি দেন তিনি।

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বাঁকুড়া জেলার অন্যান্য দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে আগামী 10 তারিখ রেললাইন অবরোধ করার ঘোষণা করেছেন। সূত্রের খবর, আদরা-খড়গপুর শাখার অন্তর্গত একাধিক ট্রেন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও যে ট্রেনগুলো চলছে সেগুলির ক্ষেত্রেও বেশ কিছু স্টপেজ বর্তমানে ভারতীয় রেল দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রেল বিভাগের একাধিক মন্ত্রী এবং অফিসারদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে কোন রকম কাজ না হওয়ায় বর্তমানে রেল অবরোধের পথে নামলেন তিনি।

জানা যাচ্ছে, আগামী 10 ই মে রামসাগর স্টেশন অবরোধ কর্মসূচি নিতে চলেছে অমরনাথ সহ একাধিক বিজেপির বিধায়করা। এ প্রসঙ্গে উক্ত স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে। এ বিষয়ে এদিন অমরনাথ বাবু জানান, “জনগণের কথা ভেবেই আমাদের এই আন্দোলন। এর আগে কেন্দ্রের কাছে একাধিকবার এই প্রসঙ্গে অনুরোধ জানানো হলেও তাতে কর্ণপাত করেনি তারা। তাই মানুষের স্বার্থে আমাদের এই আন্দোলন করতে হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর