‘রাজ্যে ধর্ষণ-নারী নির্যাতনের জন্য দায়ি সস্তার মদ’, ময়নাগুড়ি থেকে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি রাজ্যে ঘটেই চলেছে একাধিক খুন-ধর্ষণ-নারী নির্যাতন-সন্ত্রাসের ঘটনা। এবার সেই সমস্ত কিছুর কারণ খুঁজতে গিয়ে সোজাসুজি মদকেই।দুষলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার ময়নাগুড়ির নির্যাতিতা কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। তারপর সেখান থেকে বেরিয়েই রীতিমতো একহাত নেন রাজ্য সরকারকে। তাঁর মতে সস্তায় মদ বিক্রিই নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির পিছনের মূল কারণ। সেই কারনেই রাজ্য সরকারের সস্তার মদকে সরাসরি দুষলেন তিনি।’

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘পাড়ায় পাড়ায় মদের দোকান খুলেছে রাজ্য সরকার। ২৮ টাকায় মদ পাওয়া যাচ্ছে ঢালাও। অথচ পেট্রোল ডিজেলের দাম এক পয়সাও কমছে না। এই মদের জন্যই বাংলার এত সর্বনাশ। ‘ সম্প্রতি দেশি মদের বাণিজ্যিকীকরণ নিয়ে ভাবতে শুরু করে রাজ্য সরকার। সেই মতন নতুন বাজারে আনা হয়েছে ২৮ টাকা দামের মহুয়া ফ্লেভার্ড বাংলা মদ। এছাড়াও মাস কয়েক আগেই রাজ্যে এক ধাক্কায় অনেকখানি কমেছে মদের দাম। দাম কমলেও বিক্রি এতটাই বেশি যে রাজ্যের ভাঁড়ারের অধিকাংশ টাকাই আসে আবগারি দপ্তরের রাজস্ব থেকেই।

এবার এহেন রমরমা মদের ব্যাবসাকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি রাজ্যে ঘটে চলা সমস্ত নারী নির্যাতন, ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনার পিছনে দায়ি মদের এহেন সহজলভ্যতা এবং কম দাম। এহেন অভিযোগ এনে রাজ্য সরকারকে যে তিনি বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তা বলাই বাহুল্য। যদিও এই প্রসঙ্গে এখনও অবধি কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি তৃণমূলের তরফে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর