প্রেমে পাগল হয়ে এই কাজটা করা উচিত নয়, নিজের শরীর থেকে স্বামীর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন রাখি!

বাংলাহান্ট ডেস্ক: আজ বিয়ে তো কাল বিচ্ছেদ। বলিউড তারকদের এই ‘খামখেয়ালিপনা’য় নাম জুড়েছে রাখি সাওয়ান্তেরও (Rakhi Sawant)। একাধিক পুরুষের সঙ্গে নাম জড়ানোর পর শেষমেষ ২০১৯ সালে রিতেশের (Ritesh) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাও তাঁর বিয়ের অস্তিস্ত নিয়ে সকলের মনেই সন্দেহ ছিল। কারণ কোনোদিন স্বামীকে প্রকাশ‍্যেই আনেননি রাখি।

২০২১ এ ‘বিগ বস’ এর দৌলতে যাও বা ক‍্যামেরার সামনে এলেন রিতেশ, তাও নতুন বছর পড়তে না পড়তে স্বামীকে ডিভোর্স দিয়ে দিলেন রাখি। ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী সোশ‍্যাল মিডিয়ায় ঘোষনা করেন নিজের বিবাহ বিচ্ছেদের কথা। আর এবারে নিজের শরীর থেকে প্রাক্তন স্বামীর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন রাখি।

Ritesh Singh Rakhi Sawant husband exposed by wife Snigdha
নিজের কোমরে রিতেশের নামের ট‍্যাটু করিয়েছিলেন রাখি। বিচ্ছেদের পর সেটা মুছে ফেললেন তিনি। ট‍্যাটু পার্লার থেকে একটি ভিডিও শেয়ার করেছেন রাখি। তিনি জানান, অবশেষে নিজের শরীর থেকে রিতেশের নামের ট‍্যাটুটা মুছে ফেলতে চলেছেন তিনি।

ট‍্যাটু মুছতে মুছতে প্রাক্তন স্বামীর উদ্দেশে রাখি বলেন, “বিয়ের ৩ বছর পর, রিতেশ তুমি চিরদিনের মতো আমার জীবন এবং আমার শরীর থেকে বেরিয়ে গেলে। প্রেমে পাগল হয়ে জীবনে কক্ষনো ট‍্যাটু করা উচিত নয়। তারপর মুছে ফেলা খুব কঠিন।” ট‍্যাটু মোছার যন্ত্রণায় চিৎকারও করে ওঠেন রাখি। অনুরাগীরা তাঁর প্রশংসা করে বলেছেন, রাখি মানসিক দিক দিয়ে সত‍্যিই খুব শক্ত।

https://www.instagram.com/tv/Cc7dZsZrh_H/?igshid=YmMyMTA2M2Y=

রাখি এর আগে জানিয়েছিলেন, বিগ বস থেকে বেরোনোর পর তিনি জানতে পেরেছিলেন যে রিতেশের আগের পক্ষের একজন স্ত্রী ও সন্তানও রয়েছে। খুব কষ্ট পেয়েছিলেন তিনি। রাখি আরো জানান, ২০১৯ এর ২৮ জুলাই রিতেশকে তিনি বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সেই বিয়ে বৈধ ছিল না। কারণ আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই রাখিকে বিয়ে করেন রিতেশ।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন রাখি। তিনি দাবি করেন, নিজের স্বার্থসিদ্ধির জন‍্য তাঁর বাড়িতে থাকছিলেন রিতেশ। যেহেতু বিগ বসের নিয়ম অনুযায়ী গ্র‍্যান্ড ফিনালেতে যে প্রতিযোগী উপস্থিত না থাকবেন তাকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তাই এতদিন রাখির বাড়িতে ছিলেন রিতেশ। এমনকি তাঁর চুম্বনের ভাইরাল ভিডিও নিয়েও অভিনেত্রী দাবি করেছিলেন, ক‍্যামেরার সামনে তাঁকে চুম্বন তো দূর, ছুঁতে পর্যন্ত চাইতেন না রিতেশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর