বাংলাহান্ট ডেস্ক : এককালে ছিল অতি ঘনিষ্ঠ সম্পর্ক আর এখন ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন সেই রাজ্যপালই! তৃণমূলে যোগ দিয়ে বিধানসভা উপনির্বাচনে জয় লাভের পর এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ ইচ্ছাকৃত ভাবেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে বাধা দিয়ে দেরি করাচ্ছেন রাজ্যপাল।
শুক্রবার একটি ট্যুইট করে বাবুল সুপ্রিয় লেখেন, ‘বিধায়ক হিসাবে আমার শপথ গ্রহণে বিলম্বে আমি অত্যন্ত হতাশ। বালিগঞ্জ আমাকে তাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করার পর ইতিমধ্যেই দু-সপ্তাহ কেটে গিয়েছে। আমার মনে হয় এমনটা ভাবার কারণ আছে যে সম্মানীয় রাজ্যপাল জগদীপ ধনখড় আমার প্রতি আর একটু দয়াপরবশ হতে পারতেন। ধৈর্য ধরে ধৈর্যের অনুশীলন করছি এখন।’
Extremely disheartened with the delay (everything notwithstanding) of my ‘Oath’ as a MLA & it’s been 2 weeks since Ballygunge elected me as their representative!! I hv reasons to believe H.E Governor Shri @jdhankhar1 could have been ‘Kind (errr). Patiently practising Patience😒
— Babul Supriyo (@SuPriyoBabul) April 29, 2022
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নিয়মমাফিকই বাবুল সুপ্রিয়র ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভা থেকেই করানোর। সেক্ষেত্রে স্পিকারই শপথবাক্য পাঠ করাতেই বিধায়ককে। কিন্তু সেই ফাইল ফেরত পাঠিয়ে এক নজিরবিহীন শর্ত রেখেছেন রাজ্যপাল।
এতদিন পর্যন্ত বিধানসভা সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন তিনি তুলেছেন সেই সবের উত্তর না পাওয়া পর্যন্ত এই ফাইলে সাক্ষর করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন জগদীপ ধনকড়। যদিও রাজ্যের বিধানসভার আবার দাবি, এতদিনের সব প্রশ্নেরই জবাব পেয়েছেন রাজ্যপাল। ফলে এহেন পরিস্থিতিতে নামকে ওয়াস্তে বিধায়ক হলেও কবে শপথ গ্রহণ করতে পারবেন বাবুল সুপ্রিয় সেই প্রশ্নের উত্তর সত্যিই বিশ বাঁও জলের তলায়।