বাংলাহান্ট ডেস্ক: হিন্দি ভাষা নিয়ে বিতর্ক তুঙ্গে। বলিউড আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল তাতে একে একে যোগ দিচ্ছেন দুই ইন্ডাস্ট্রির অন্য তারকারাও। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ভারতের রাষ্ট্রভাষা কী হওয়া উচিত? নিজের মতামত প্রকাশ করেছেন কুইন অভিনেত্রী।
সম্প্রতি কঙ্গনার আসন্ন ছবি ‘ধাকড়’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভাষা বিতর্ক নিয়ে প্রশ্ন ওঠে। তবে হিন্দি বা কন্নড় কোনো ভাষার প্রতিই সুর টানেননি তিনি। তিনি বলেন, “আমার মতে, সংষ্কৃত আমাদের রাষ্ট্রভাষা হওয়া উচিত। কারণ হিন্দি, ইংরেজি, জার্মান, ফরাসি এই সব ভাষাগুলিই সংষ্কৃত থেকে এসেছে। তাহলে আমাদের রাষ্ট্রভাষা সংষ্কৃত নয় কেন? স্কুলে এই ভাষাটা শেখা বাধ্যতামূলক নয় কেন?”
তবে চিরদিন বলিউডের প্রতি বিষ উগরেও এদিন অজয় দেবগণকেই সমর্থন করেছেন কঙ্গনা। তাঁর মতে, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা ছিল, আছে আর থাকবেও। হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে অমান্য করা মানে দেশের সংবিধানকে অমান্য করা।
কঙ্গনার কথায়, “আজকাল দেশের মধ্যে আমরা ইংরেজির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছি। কিন্তু ইংরেজির বদলে যোগাযোগের ভাষাটা হিন্দি হবে নাকি সংষ্কৃত, তামিল হবে সেটা আমাদেরই ঠিক করতে হবে। তবে এখনকার মতো সংবিধান অনুযায়ী, হিন্দিই আমাদের রাষ্ট্রভাষা।”
বিতর্ক শুরু হয় যখন কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ মন্তব্য করেন, হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। শুধু তাই নয়, তিনি আরো বলেন বলিউড দক্ষিণী ছবিগুলির রিমেক বানিয়েও সুবিধা করতে পারছে না।
এরপরেই ফুঁসে ওঠেন অজয় দেবগণ। বেশ কিছুক্ষণ কটাক্ষ পালটা কটাক্ষ চলে দুজনের টুইটারে। হিন্দিতে অজয় লেখেন, ‘আপনার কথা অনুযায়ী হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয় তাহলে আপনি নিজের মাতৃভাষায় তৈরি ছবিগুলিকে হিন্দিতে ডাবিং করে কেন রিলিজ করেন? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর চিরদিন থাকবে। জন গণ মন।’
পালটা কিচ্চা সুদীপ দাবি করেন, অজয় ভুল বুঝেছেন তাঁর কথাটা। তিনি যে বিষয় নিয়ে মন্তব্য করেছেন সেটা সম্পূর্ণ আলাদা। গোটা বিষয়টা না জেনেশুনেই মন্তব্য করাটা অজয়ের ঠিক হয়নি বলেও মন্তব্য করেন কিচ্চা সুদীপ। উপরন্তু তিনি আরো লেখেন, অজয় হিন্দিতে যে টুইটটি লিখেছেন সেটা তিনি খুব ভালোই বুঝেছেন। কিন্তু তিনি যদি কন্নড় ভাষায় উত্তর দিতেন তাহলে কী হত? অথচ দুটোই তো ভারতীয় ভাষা।