গলল বরফ, পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিদ্রোহ ইতির ইঙ্গিত অর্জুন সিংয়ের

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বিদ্রোহে ইতি? অর্জুন সিংকে আপাতত দলেই রাখতে পারল বিজেপি? কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে ব্যারাকপুরের সাংসদের বৈঠকের পর ট্যুইটারে অর্জুন সিংয়ের বক্তব্য অন্তত সেই কথাই বলে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক যে সদর্থকই হয়েছে তা জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশাও প্রকাশ করেছেন অর্জুন সিং।

বর্তমানে পাট শিল্পের বেহাল পরিস্থিতিকে অস্ত্র করে দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন্দ্রের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহনের কথাও বলেন তিনি। এখানেই শেষ নয় এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন অর্জুন সিং। ফলে সব মিলিয়ে জল্পনা ক্রমেই ঘোরতর হতে থাকে যে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন অর্জুন সিং।

এহেন পরিস্থিতিতে শনিবারই জরুরি ভিত্তিতে অর্জুন সিংকে দিল্লিতে ডেকে পাঠান পীযুষ গোয়েল। দিল্লিতে পৌঁছানোর আগে অবধিও কার্যতই রণংদেহি রূপেই ছিলেন ব্যারাকপুরের সাংসদ। যদিও দিল্লিতে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খানিক জল পড়েছে তাঁর ক্ষোভের আগুনে। এদিন ট্যুইটারে অর্জুন সিং লেখেন, ‘আমার অনুরোধে মাননীয় পীষূষ গোয়েলজি তাঁর বাড়িতে বৈঠকের জন্য আমাকে ডেকেছিলেন। পাট চাষি, কর্মী এবং পাটশিল্পের দুরবস্থার সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক খুবই ইতিবাচক। আশা করছি, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

আপাত দৃষ্টিতে এ যাত্রায় বিদ্রোহ মিটলেও এখনও পর্যন্ত সম্পুর্ণ নিশ্চিত হতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষক মহল। তাঁদের দাবি, একবার যখন তৃণমূল ঘনিষ্ঠতার সুর শোনা গিয়েছে বিজেপি নেতার গলায় তা এত সহজে প্রশমিত হওয়ার নয়। ফলে এবার প্রতিশ্রুতি মাফিক কাজ না হলে তার ফল যে আরও বড়সড় হতে চলেছে তেমনতাই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর