বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে নানান সময়ে বিভিন্ন বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে। এসকল ভিডিওগুলি কখনো কখনো বেশ মজাদারও হয় তো আবার রাতারাতি যেকোনো মানুষকে জনপ্রিয় করে তোলে। ঠিক যেমনভাবে সম্প্রতি রানু মণ্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকারকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে তাদের একটিমাত্র ভিডিও। বর্তমানে ভাইরাল ভিডিও সকলকে ঠিক যতটা অবাক করে তুলেছে, ঠিক তেমনি এতে রয়েছে এক ভক্তি মূলক বার্তাও।
Pinky paul নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। বিগত বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড দাবদাহের কারণে নাজেহাল হয়ে পড়ে বাংলার প্রতিটি মানুষ। এরপর গতকাল বিকেল থেকেই ঝোড়ো হাওয়ার সাথে স্বস্তির বৃষ্টি নামে বাংলার প্রতিটি প্রান্তে। তবে এই বৃষ্টির মাঝেই এক বয়স্ক ব্যক্তির কর্মকাণ্ড ক্রমশ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যেও রাস্তার ধারে একটি শনি মন্দিরের সামনে পুজো করতে ব্যস্ত রয়েছেন এক বয়স্ক ব্যক্তি। প্রচন্ড বৃষ্টির মধ্যে সমস্ত শরীর ভিজে গেলেও ভক্তিতে মগ্ন থাকেন তিনি আর এই দৃশ্যই অবাক করে তোলে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।
ভিডিওটি শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তিকে প্রশংসায় ভরিয়ে দেয় সকলে। বৃষ্টির মুহূর্তের সেই ছবি শেয়ার করে পোস্টদাতা জানান, “আমাদের বাড়ির সামনেই এই শনিবাবার মন্দিরটি রয়েছে। শারীরিকভাবে সমাজের পাঁচটা মানুষের থেকে আলাদা হলেও প্রতি শনিবার সন্ধ্যার সময় এই ব্যক্তিটি মন্দিরে পুজো করেন। আজ প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও ওঁনার পুজো অব্যাহত রয়েছে।” এছাড়াও পোস্টদাতা জানান যে, তিনি আসলে কোন ব্রাহ্মণ নন এবং এরপর ভগবানের কাছে ব্যক্তিটির মঙ্গল কামনা করতেও দেখা যায় তাকে।
ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং সকল সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট করে তাদের ভালোবাসা উজাড় করে দেয়। এক ব্যক্তি লেখেন, “উনিই ব্রাহ্মন। কেই জন্মগত নয় কর্ম গুনে ব্রাহ্মন হন। ডাক্তারের ঘরে জন্মগ্রহন করলে যেমন ডাক্তার হওয়া যায় না তেমনই ব্রাহ্মনের ঘরে জন্মগ্রহন করলেই ব্রাহ্মন হওয়া যায় না, তার জন্য পরমপিতা ব্রহ্মের জ্ঞান থাকা প্রয়োজন। আমাদের সনাতনী ধর্মশাস্ত্রও তাই বলে। উক্ত ভিডিও ও তে যে বৃদ্ধ কে দেখা যাচ্ছে তিনিই প্রকৃত ব্রাহ্মন। শ্রীমদ্ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই উপদেশই দিয়েছেন।”