বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ভারতীয়রা ক্রমশ তাঁদের আধিপত্য বিস্তার করছেন। ইতিমধ্যেই বিশ্বের প্রথম দশ ধনকুবেরের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অন্যতম দুই বিজনেস টাইকুন গৌতম আদানি এবং মুকেশ আম্বানি। শুধু তাই নয়, বর্তমানে এশিয়ার মধ্যেও সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন গৌতম আদানি।
যদিও, ফোর্বসের তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে এখন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন ইলন মাস্ক। পাশাপাশি, তাঁর মোট সম্পত্তির মূল্য প্রায় ২৬৮ বিলিয়ন ডলার। তবে, ইতিমধ্যেই এই তালিকায় বিশ্বের একাধিক বিজনেস টাইকুনকে কড়া টক্কর দিচ্ছেন আদানি-আম্বানির।
এমতাবস্থায়, সকলেরই আগ্রহ জন্মাতে পারে যে, ভারতের অন্যতম বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা ঠিক কোন স্থানে রয়েছেন? তবে, এই উত্তর জানলে রতন টাটা সম্পর্কে অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। পাশাপাশি, তিনি কেন সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি সেই প্রসঙ্গটিও স্পষ্ট হয়ে উঠবে।
আমরা সবাই জানি যে, ভারতে রতন টাটা নিঃসন্দেহে একজন সফলতম শিল্পপতি। পাশাপাশি, দেশের অন্যতম সংস্থা টাটা গ্রূপেরও প্রধান কর্মকতা তিনি। তবে, ব্যবসায়িক দিক বাদ দিয়েও তিনি অত্যন্ত উদার এবং জনহিতৈষী এক ব্যক্তি। শুধু তাই নয়, সমাজের একাধিক কল্যাণমূলক উদ্যোগে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন তিনি। এমনকি, করোনা মহামারীর সময়ে কয়েকশ কোটি টাকার সাহায্য করেন টাটা। এমতাবস্থায়, দেশের প্রতি তাঁর নানা অবদান ভারতবাসীর মন জয় করেছে।
রতন টাটার নাম কেন নেই ধনী ব্যক্তিদের তালিকায়?
সম্প্রতি প্রকাশিত হওয়া IIFL Wealth-এর Hurun India Rich তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে বর্ষীয়ান শিল্পপতি রতন টাটার চেয়ে ৪৩২ জন ধনী ব্যক্তি রয়েছেন। অর্থাৎ, এই তালিকায় এক্কেবারে পেছনের দিকেই রয়েছেন তিনি। মূলত, ভারতে দীর্ঘদিন ধরে ব্যবসা করা টাটা গ্রূপের অন্যতম মালিক রতন টাটা তাঁর আয়ের একটা বড় অংশ জনহিতকর কাজে ব্যয় করেন।
তাই, বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠীর মালিক হয়েও রতন টাটা কোটিপতিদের তালিকায় রয়েছেন এক্কেবারে পেছনের দিকেই। এছাড়াও, তিনি বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিপুল অর্থ দান করেন। পাশাপাশি, একাধিক ট্রাস্টের মাধ্যমেও দেশবাসীর পাশে দাঁড়ান রতন টাটা। আর এভাবেই তিনি সকলের কাছে হয়ে উঠেছেন অনন্য।