মরশুমের সবথেকে দ্রুত গতির বল! মারাত্মক ইউর্কার করে ধোনিকে চমকে দিলেন স্পিডস্টার উমরান মালিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ পেসার উমরান মালিক এই মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন এবং তার পারফরম্যান্স দিয়ে ভক্ত, বিশেষজ্ঞদের মন জয় করেছেন। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার সেরা ফর্মে না থাকা সত্ত্বেও, বোলারটি আইপিএল ২০২২-এর দ্রুততম ডেলিভারিটি করতে সক্ষম হয়েছিল তাও একবার নয় দুবার। ম্যাচ নাম্বার ৪৬-এর প্রথম ইনিংসের সময়, উমরান দশম ওভারে ১৫৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করেছিলেন।

প্রথমবার তিনি উইকেটের লাইনে একটি ফুল লেংথ ডেলিভারি করেন। তখন স্ট্রাইকে ছিলেন ঋতুরাজ গায়কোয়াডের কাছে। কিন্তু সিএসকে ওপেনার সেই বলেও একটি চার মারেন। ২২ বছর বয়সী তারকা এই ইনিংসের ১৯ তম ওভারে আবারও ১৫৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এমএস ধোনির পায়ের গোড়ায় একটি ইয়র্কার ছুঁড়েছেন, যিনি কোনরকমে বলটিতে একটি সিঙ্গেল নিয়েছিলেন। গুজরাটের বিরুদ্ধে তার সাম্প্রতিক ফাইফার প্রচুর প্রশংসা কুড়িয়েছিল কিন্তু কাল বল হাতে ৪ ওভারে ৪৮ রান বিলিয়েছেন তিনি।

কাল ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে, হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের বেশি তুলতে পারেননি এবং চেন্নাই সুপার কিংস-এর হয়ে মুকেশ চৌধুরী রান বেলালেও মোট চারটি উইকেট নিয়েছিলেন।

এর আগে, ঋতুরাজ গায়কোয়াডের ৫৭ বলে ৯৯ রানের দৌলতে চেন্নাই ২০ ওভারে মাত্র দুই উইকেটে হারিয়ে ২০২ রান স্কোরবোর্ডে তুলেছিল। ঋতুরাজের সাথে সাথে ডেভন কনওয়েও ৫৫ বলে অপরাজিত ৮৫ রান করেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর