আমিরও সাহায‍্য করেননি, ‘তারে জমিন পর’ এর পর থেকে বলিউডে কাজ নেই দর্শিলের

বাংলাহান্ট ডেস্ক: ১৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘তারে জমিন পর’ (Taare Zameen Par)। প্রথম পরিচালিত ছবিই সাফল‍্য এনে দিয়েছিল আমির খানকে। তবে তাঁকে ছাপিয়ে গিয়েছিল ছোট্ট ঈশান অবস্তি। বড় বড় চোখ আর উঁচু দাঁতের মিষ্টি ছেলেটি এখনো পর্যন্ত দর্শকদের মনে রয়ে গিয়েছে। ঈশানের চরিত্রাভিনেতা দর্শিল সাফারি (Darsheel Safary) অবশ‍্য এখন অনেকটাই বড়। কিন্তু সেই খ‍্যাতি আর নেই তাঁর।

সম্প্রতি ২৫ এ পা দিয়েছেন দর্শিল। ২০০৭ সালে তারে জমিন পর এর পরে আরো তিনটি ছবি এবং কয়েকটি টেলিভিশন শো তে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ছোট্ট ঈশান যে জনপ্রিয়তাটা পেয়েছিল সেটা ধরে রাখতে পারেননি দর্শিল‌। ছবিতে দেখাই যায় না তাঁকে।

article 2022512112170144221000
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের জটিলতা, ব‍্যর্থতা নিয়ে মুখ খুলেছেন দর্শিল। তিনি বলেন, “২৫ বছর বয়সে জীবনটা কেমন হবে সেটা আমি আগেই ভেবে রেখেছিলাম। কিন্তু বাস্তবটা একেবারেই অন‍্য রকম। আমি ভেবেছিলাম ২৫ বছর বয়সে অভিনেতা হিসাবে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আমি ভেবেছিলাম জীবনটা অনেক সহজ হয়ে যাব।”

দর্শিল জানান, তিনি খুবই সহজ ভাবে ব‍্যাপারটা বলছেন। কিন্তু বাস্তবটা অনেক নির্মম। মহামারি শুরু হতে অনেক সমস‍্যায় পড়েছিলেন দর্শিল। করোনা পরিস্থিতি শেষ হলে তিনি কোন অবস্থায় থাকবেন সেটা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাঁর মনে।

navbharat times 11
দর্শিল বলেন, তাঁর পরিবার, বন্ধুবান্ধবরা ধৈর্য ধরতে বলতেন তাঁকে। কিন্তু তাঁর মতে, বাকিরা তাঁর পরিস্থিতিটা বুঝতেই পারত না। বিশেষ করে একজন অভিনেতার কাছে সবকিছু থেমে থাকা যে কতটা ভয়াবহ তা সেই জানে। আতঙ্ক ধরে গিয়েছিল তাঁর।

দর্শিল এও জানান, তাঁর বাবার আমিরের সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনকি তারে জমিন পর এর পর থেকে অভিনেতাই দর্শিলের বেশিরভাগ প্রোজেক্টে তাঁকে সাহায‍্য করেছেন। কিন্তু বলিউডে এখনো পর্যন্ত পাকাপাকি ভাবে জায়গা করতে পারেননি দর্শিল।


Niranjana Nag

সম্পর্কিত খবর