ভাইরাল ভিডিওঃ পেট্রোলের দাম ২ হাজার টাকা করে দিন, তাহলেই বোঝা যাবে কত বড়লোক আমরা! আজব দাবি ব্যক্তির

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে মুদ্রাস্ফীতির হার স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে চলার পাশাপাশি ঊর্ধ্বমুখী হয়েছে পেট্রোল এবং ডিজেলের দামও। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এই জ্বালানির দাম। পাশাপাশি, এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে মধ্যবিত্তদের ওপর। সরাসরি পকেটে টান পড়েছে তাঁদের।

এদিকে, জ্বালানির খরচ বাঁচাতে অনেকেই আবার ইলেক্ট্রিক যানবাহনের দিকে ঝুঁকছেন। এককথায়, এই দাম বৃদ্ধির ফলে কার্যত জেরবার অবস্থা সকলের। অবশ্য, এই আবহেই এবার অদ্ভুত এক ঘটনা সামনে এল। সারা দেশের মানুষ যখন বাড়তে থাকে জ্বালানির দামে জর্জরিত তখন এক ব্যক্তি লিটারপিছু পেট্রোলের দাম ২০০০ টাকা করে দেওয়ার আর্জি জানালেন স্বয়ং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।

অবশ্য, এর পেছনে অদ্ভুত রকমের এক যুক্তি উপস্থাপন করেছেন তিনি। যা শুনে কার্যত চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যেখানে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে সকলের কাছেই।

ঠিক কি ঘটেছে?
মূলত, দেশজুড়ে বাড়তে থাকে পেট্রোল-ডিজেলের দামের প্রসঙ্গে একজন সাংবাদিক সাধারণ মানুষের কাছে তাঁদের মতামত জানছিলেন। আর সেখানেই কার্যত বোমা ফাটিয়ে দেন ওই ব্যক্তি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর এখনই উচিত পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ২০০০ টাকা করে দেওয়া। এতে বেশি কেউ আর বাইকে চড়তে পারবেন না।

পাশাপাশি, তিনি আরও দাবি করেন, এখন যে কেউই বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পারেন। কিন্তু পেট্রোলের দাম ২০০০ টাকা হলে শুধুমাত্র তাঁর মত কিছুসংখ্যক ধনী ব্যক্তিই বাইক নিয়ে রাস্তায় বেরোতে পারবেন। তাতে সবাই বুঝতেও পারবেন যে তিনি ঠিক কতটা ধনী। এদিকে, ওই ব্যক্তির এমন সহজ স্বীকারোক্তি শুনে কার্যত স্তম্ভিত সকলেই।

যেখানে দেশের মানুষকে সমস্ত খরচ সামলে সংসার চালাতে গিয়ে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে সেই আবহেই এমন কথা শুনে কার্যত রেগে গিয়েছেন নেটিজেনদের একাংশ। পাশাপাশি, তিনি যে অবিবেচকের মত কথা বলছেন তাও জানাতে থাকেন অনেকে। যদিও, অনেকেই আবার এই ভিডিওটি দেখে মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by GiDDa CoMpAnY (@giedde)

ইতিমধ্যেই ভিডিওটি giedde নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে। যেখানে বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর্শক সংখ্যা এবং লাইক। পাশাপাশি, ভিডিওটি শেয়ারও হচ্ছে ঝড়ের গতিতে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর