CBI-র ডাক পড়লেই অসুস্থ! অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে তৃণমূলের কালারফুল বয়। এবার অনুব্রত মণ্ডলের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে আবারও বিতর্কে ঘি ঢাললেন তিনি। এদিন অক্ষয় তৃতীয়ায় দলের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন কামারহটির বিধায়ক। সেখানেই অনুব্রতকে নিয়ে মুখ খোলেন মদন মিত্র।

এদিন মদন মিত্র বলেন,’ সিবিআই যখন আসে, তখনই অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে যায়। আবার অনুব্রত মণ্ডল অসুস্থ হলেই সিবিআই আসে।’ দলের একে তাবড় নেতার ব্যাপারে এক বিধায়কের এহেন মন্তব্যকে ঘিরে স্বভাবতই তীব্র শোরগোল শুরু হয় রাজ্য জুড়ে।

এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে অনুব্রতকে পরামর্শও দিয়েছেন তিনি। মদন মিত্র বলেন, ‘এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কও সিবিআই এর মুখোমুখি হয়েছিলেন। অনুব্রত মণ্ডলেরও উচিত সিবিআইকে ফেস করা।’

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গোরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মন্ডলকে তলব করছে সিবিআই। কি তু প্রতিবারই কোনও না কোনও অসুস্থতার অজুহাতে তা এড়িয়ে গেছেন তিনি। শেষবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য কলকাতায়ও আসেন তিনি। কলকাতায় এসে গাড়ি করে নিজাম প্যালেস যাওয়ার জন্য বেরিয়েও মাঝ রাস্তায় গাড়ির মুখ ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছান অনুব্রত। তারপর প্রায় সপ্তা দুয়েক সেখানেই চলে তাঁর চিকিৎসা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েও সিবিআইয়ের মুখোমুখি হননি বীরভূমের এই দাপুটে নেতা। উলটে পালটা শর্ত দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকেই। সব মিলিয়ে কার্যতই মারাত্মক শোরগোল এবং বিতর্ক রাজ্য রাজনীতিতে। এবার এই প্রসঙ্গে মদন মিত্রের এহেন মন্তব্য যে সেই বিতর্কেই ঘৃতাহুতি দিল তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর