ইদ মোবারক জানালেন যশ-নুসরত, দূর্গামূর্তি সঙ্গে নিয়ে ইদ-অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা মীরের

বাংলাহান্ট ডেস্ক: আজ একদিনে দুই পবিত্র উৎসব। খুশির ইদ (Eid) আর শুভ অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) এক দিনে। সকাল থেকেই তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন এই বিশেষ দিনে। ইদ মোবারক জানিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। একই সঙ্গে ইদ ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন যশ দাশগুপ্তও (Yash Dasgupta)।

ভিডিও বার্তায় নুসরত বলেছেন, “আমাদের তরফে সকলকে জানাই ইদ মোবারক। উপরওয়ালা আপনাদের ও আপনাদের পরিবারের উপরে অসংখ‍্য আশীর্বাদ বর্ষণ করুন। আপনাদের জীবন সুখ, স্বাচ্ছন্দ‍্যে ভরে উঠুক। খুব আনন্দদায়ক আর শান্তিপূর্ণ ইদ কাটান।”


অন‍্যদিকে নুসরতের ‘স্বামী’ যশ নিজেদের পাটায়া ভ্রমণের একটি ছবিই শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুধু ইদ না, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।

https://www.instagram.com/tv/CdFcRfhDkcc/?igshid=YmMyMTA2M2Y=

শুভেচ্ছা জানিয়েছেন মীর আফসার আলিও (Mir Afsar Ali)। প্রতিটি ধর্ম, সম্প্রদায়ের উৎসবেই নিয়ম করে শুভেচ্ছা জানান তিনি। তবে নিজের মতো করে। এর জন‍্য নিন্দাও কম শুনতে হয় না তাঁকে। তবুও শুভেচ্ছা জানাতে ভোলেন না মীর। ঠিক এবারেও যেমন ইদ ও অক্ষয় তৃতীয়া দুটোরই শুভ কামনা জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CdF4H4Ps8hF/?igshid=YmMyMTA2M2Y=

সাদা পাজামা, পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি পরে ইদ মোবারক জানিয়েছেন তিনি সকলকে। সঙ্গে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে মীর বলেন, আজকের দিনটা খুব শুভ, খুব মোবারক। এছাড়াও আরো একটি কারণে বিশেষ আজকের দিনটা। কারণ এদিন মীরের রেডিও চ‍্যানেলের জন্মদিন। তাই সকলকে আনন্দ আর খাওয়া দাওয়ার মাধ‍্যমে উদযাপন করতে বলেছেন মীর।

https://www.instagram.com/tv/CdFqY5FF8v4/?igshid=YmMyMTA2M2Y=

 

ভিডিও বার্তায় নজর কেড়েছে মীরের পেছনে টিভি সেটের নীচে রাখা একটি ডোকরার দূর্গামূর্তি। কমেন্ট বক্সেও সকলে নিন্দা ভুলে মীরকে ইদ এবং অক্ষয় তৃতীয়ার শুভ কামনা জানিয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর