সাইকেল করে খাবার পৌঁছতে লাগত অনেক সময় ও পরিশ্রম, নিজের টাকা দিয়ে বাইক কিনে দিল পুলিশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পরিচ্ছন্নতার জন্য এক নম্বরে থাকা মধ্যপ্রদেশের ইন্দোর শহর বর্তমানে নাগরিকদের উদারতা এবং নাগরিকদের প্রধান করা শ্রেষ্ঠ পরিষেবার জন্যও পরিচিত। ইন্দোর পুলিশের উদারতার একটি উদ্যোগ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যা শুনলে যে কোনও সাধারণ মানুষ আনন্দ পাবেন। ইন্দোরের বিজয় নগর থানার পুলিশ প্রচণ্ড গরমে সাইকেল চালিয়ে খাবার সরবরাহকারী ডেলিভারি বয়ের জন্য এমন কিছু কাজ করেছিল, তারপর থেকে তারা আলোচনার বিষয়বস্তু হিসাবে উঠে এসেছিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাওয়া জয় হালদে নামক জোমাটোর ডেলিভারি বয় হিসাবে কাজ করেন। জয় প্রচণ্ড গরমে প্রতিদিন সাইকেল চালিয়ে মানুষের কাছে তাদের দরকারি খাওয়ার পৌঁছে দেন। সম্প্রতি বিজয় নগর থানার ইনচার্জ তেহজিব কাজী এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা জয় হালদে, ডেলিভারি বয়কে সাইকেলে খাবার সরবরাহ করতে দেখেন, তারপরে তারা জয়ের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারেন।

জয়ের অবস্থা দেখে পুলিশ সদস্যরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন, যার পরে সবাই তার সহযোগিতায় অর্থ সংগ্রহ করেন এবং ডেলিভারি বয় জয় হালদেকে একটি মোটরসাইকেল উপহার দেন। এখন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং লোকেরা পুলিশ সদস্যদের মনখোলা প্রশংসা করছে।

ডেলিভারি বয় জে হালদেও পুলিশের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডেলিভারি বয় জয়ের মতে, আগে তিনি সাইকেল চালিয়ে মাত্র ৮ থেকে ১০ টি পার্সেল পৌঁছাতে পারত, কিন্তু এখন বাইকের সাহায্যে তারা ১৫ থেকে ২০ টি পার্সেল পৌঁছতে পারছে, যা তাকে আর্থিকভাবেও লাভবান করছে। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে বিজয় নগর থানার এই অভিনব উদ্যোগ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর