বিকিনি পরেই ইদের শুভেচ্ছা জানাতে পারতে, রমজান মাসে ‘শরীর দেখিয়ে’ বেকায়দায় নুসরত

বাংলাহান্ট ডেস্ক: প্রতি বছরের মতো এ বছরেও ইদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। নিখিল জৈনের সঙ্গে ‘বৈবাহিক’ সম্পর্কে থাকাকালীন এর অন‍্যথা হয়নি। এবারেও হল না। ভিডিও বার্তায় সকলকে পবিত্র ইদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সাংসদ।

ইদের দিনে সরু স্ট্র‍্যাপের সাদা সালোয়ার কামিজ পরে একটি ভিডিও বার্তা দেন নুসরত। তিনি বলেন, “আমাদের তরফে সকলকে জানাই ইদ মোবারক। উপরওয়ালা আপনাদের ও আপনাদের পরিবারের উপরে অসংখ‍্য আশীর্বাদ বর্ষণ করুন। আপনাদের জীবন সুখ, স্বাচ্ছন্দ‍্যে ভরে উঠুক। খুব আনন্দদায়ক আর শান্তিপূর্ণ ইদ কাটান।”

Nusrat Lead
পাতলা ওড়না নিয়ে রাখলেও নেটিজেনদের নজর এড়ায়নি নুসরতের বুকের ‘ভিক্টরি’ ট‍্যাটু। সঙ্গে সঙ্গে শুরু কটুক্তি আর সমালোচনা। বুকের ট‍্যাটু দেখানোর এত শখ যে পবিত্র ইদের শুভেচ্ছা জানানোর সময়ও দেখাতে হল? কয়েকজনের চিরাচরিত প্রশ্ন, নুসরত হিন্দু নাকি মুসলিম? এত বছরেও সেটা জেনে উঠতে পারেননি তারা।

https://www.instagram.com/tv/CdFcRfhDkcc/?igshid=YmMyMTA2M2Y=

অনেকেই একটি বিষয় লক্ষ‍্য করে কটাক্ষ করেছেন। ইংরূজিতে শুভেচ্ছা বার্তা দেওয়ার কী প্রয়োজন? বসিরহাটের সাংসদ বাংলা জানেন না? তাহলে নিজের মাতৃভাষা ছেড়ে মার্কিনি ধরন ধারণের এত কী দরকার? প্রশ্ন নেটিজেনদের। কয়েকজনের ক্ষোভ, রমজান মাসে ‘শরীর দেখিয়েছেন’ নুসরত। নামেই মুসলমান তিনি। জাহান্নামে ঠাঁই হবে অভিনেত্রীর।

IMG 20220504 121627IMG 20220504 121648IMG 20220504 121712
আসলে দিন কয়েক আগেই পাটায়া বিচে বিকিনি পরে ঘুরে বেড়ানোর একটি ভিডিও শেয়ার করেছিলেন নুসরত। পবিত্র রমজান মাসে এমন ভিডিও দেখে ক্ষেপেছিলেন অনেকেই। নুসরত নিজের সাংসদীয় কাজকর্ম কতটা করছেন না করছেন সেই প্রশ্নও উঠেছিল। কিন্তু বরাবরের মতোই পাত্তা দেননি নুসরত।

Niranjana Nag

সম্পর্কিত খবর