Viral Video! বিয়েবাড়িতে তুলকালাম! একে অপরকে লাঠিসোটা নিয়ে আক্রমণ দু’পক্ষের! ধুন্ধুমার কান্ড জলপাইগুড়িতে

বাংলা হান্ট ডেস্ক: এবার বিয়ে বাড়িতে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সাক্ষী থাকল জলপাইগুড়ি। প্রথমে ওই দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হলেও ঠিক তারপরেই শুরু হয়ে যায় প্রবল সংঘর্ষ। এমনকি, এই সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। পাশাপাশি, ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। মূলত, জলপাইগুড়ির ওদলাবাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুরোনো বিবাদের জেরেই এই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। আপাতত ওই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী।

ঠিক কি ঘটেছে?
জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের ওদলাবাড়ির বর্মনপাড়া এলাকায়। সেখানকারই স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছিল। এমতাবস্থায়, গতকালকে এক বিয়ে বাড়িতে ওই দুই পরিবারের সদস্যরা আমন্ত্রিত ছিলেন। কিন্তু, সেখানে গিয়েই তাঁদের মধ্যে ফের কথা কাটাকাটি শুরু হয়। এমনকি নিজেদের মধ্যে বিবাদেও জড়িয়ে পড়েন তাঁরা।

এদিকে, বিবাহের অনুষ্ঠানের আবহে এই ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় সেখানে। যদিও, ঠিক তারপরেই এই ঘটনার মীমাংসা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, সেই মীমাংসার স্থলেই ফের শুরু হয়ে যায় তীব্র বচসা। এমনকি, তাঁরা যখন মীমাংসায় বসেছিলেন তখনই লাঠি নিয়ে একে অপরের প্রতি আক্রমণে উদ্যত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এদিকে, এই ঘটনায় হতবাক হয়ে যান এলাকাবাসী। পাশাপাশি, এই ধুন্ধুমার সংঘর্ষে লাঠির আঘাতে আহত হন মোট ১২ জন। আহতদের নিয়ে যাওয়া হয় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। যদিও, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে রেফার করে দেওয়া হয় শিলিগুড়িতে।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত মোট ২ জনকে আটক করেছে মালবাজার থানার পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই থমথমে হয়ে রয়েছে সেখানকার পরিবেশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর