করা যাবে না সাংবাদিক সম্মেলন, প্রেস ক্লাবে নিষিদ্ধ ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক অব‍্যাহত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’কে নিয়ে। প্রথমে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয় ফরেন করেসপনডেন্স ক্লাব অফ সাউথ এশিয়ার তরফে। তারপর প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতেও তাঁর সাংবাদিক সম্মেলন বাতিল হয়ে যায়।

বিবেকের অভিযোগ, কোনো ক্ষমতাশালী মিডিয়ার হুমকিতেই তাঁর অনুষ্ঠানটা বাতিল হয়েছে। দ‍্য কাশ্মীর ফাইলস নিয়ে আপত্তি জানিয়ে গণ ইস্তফার ভয় দেখানো হয়েছে বলে দাবি বিবেকের। সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Vivek Agnihotri for The Kashmir Files 2
টুইটে বিবেকের বক্তব‍্য, কিছু বিদেশি সংবাদ মাধ‍্যম উদ্দেশ‍্য প্রণোদিত ভাবে ভারত বিরোধী, সত‍্য বিরোধী এবং বাক স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করছে। এগুলো ভারতীয়দের জানা উচিত। যারা ঘৃণা ছড়ানোর জন‍্য মিথ‍্যে মিথ‍্যে ভারতকে দুষছে সেই সব সংবাদ মাধ‍্যমেরই বিদ্বেষের শিকার হয়েছেন তিনিও।

এরপরেই বিবেক জানান, আগামী ৫ মে প্রেস ক্লাস অফ ইন্ডিয়াতে ভারতীয় অর্থনীতি, বাক স্বাধীনতার বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন। কিন্তু প্রেস ক্লাবের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ৫ মে কোনো অনুষ্ঠানই হচ্ছে না। শুধুমাত্র আগাম বুকিং থাকলেই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়। তাও আবার বুকিংটা ক্লাবের একজন সদস‍্যই করতে পারে।

পালটা প্রেস ক্লাবের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর অভিযোগ, গণতন্ত্রের পাহারাদাররা তাঁকে অগণতান্ত্রিক ভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তবে দমে যাননি পরিচালক। প্রেস ক্লাবের দরকার নেই। তিনি ‘ওপেন হাউস’ সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়ে দিয়েছেন। তাও আবার ৫ মে তেই।

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, দ‍্য কাশ্মীর ফাইলস ছবির দুই প্রযোজক অভিষেক আগরওয়াল আর্টস এবং আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন আবারো হাত মেলাচ্ছে নতুন এবং আরো বৃহত্তর এক প্রোজেক্টের জন‍্য। জানা যাচ্ছে, দ‍্য কাশ্মীর ফাইলসের মতোই আরো দুটি কঠোর সত‍্যের ঘটনা ছবির আকারে তুলে ধরবেন প্রযোজকরা। তিনটি ছবি মিলিয়ে নাম হবে ‘দ‍্য কাশ্মীর ফাইলস ট্রিলজি’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর