বাংলাহান্ট ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) গরহাজির সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁর অনুপস্থিতি নজর কেড়েছে অনেকেরই। কিন্তু কেন উপস্থিত ছিলেন না মিমি? তবে কি শ্রীলেখা মিত্রর মতো তিনিও আমন্ত্রণ পাননি? বিষ্ফোরক অভিযোগ করেছেন মিমি।
আমন্ত্রণ তিনি পেয়েছেন বটে। তবে তা না পাওয়ার মতোই। চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য উদ্যোক্তা বা ইন্ডাস্ট্রির কেউই তাঁকে ফোন করেনি। ডাক মারফত তাঁকে আমন্ত্রণ পত্র পাঠিয়েই খালাস হয়ে গিয়েছেন উদ্যোক্তারা। কিন্তু কবে কোন অনুষ্ঠান হয়েছে, সাংবাদিক সম্মেলন হয়েছে তা জানানো হয়নি তাঁকে, অভিযোগ মিমির।
তাঁকে যদি আগে থেকে জানানো হত তবে তিনি নিশ্চয়ই যেতেন বলে জানান মিমি। তাঁর অভিযোগ, চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তাদের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে যাদের দায়িত্ব দিয়েছেন তারা কেউই নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেনি বলেই অভিযোগ মিমির। ফোন তো দূরের কথা, একটা এসএমএসও আসেনি তাঁর কাছে।
এমন ঘটনা ঘটেছে ২০১৯ সালেও। সেবারে তিনি অতিথিদের আসনে ছিলেন। অথচ বাকি সবার নাম ঘোষনা করা হলেও সঞ্চালকেরা বেমালুম ভুলে যান তাঁকে। সবার শেষে বলা হয়, মিমিও সঙ্গে রয়েছেন। বারংবার চলচ্চিত্র উৎসবে অপমানিত হয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব কমিটির চেয়ারম্যান পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। ২০১৯ এও চেয়ারম্যান পদে ছিলেন তিনিই। মিমির সঙ্গে তাঁর পূর্ব সম্পর্কের কথা কারোরই অজানা নয়। যদিও এখন তিক্ততা ভুলে গিয়েছেন দুজনেই। কিন্তু এই ঘটনায় আবারো বিরোধটা প্রকাশ্যে চলে এলো বলেই মত ওয়াকিবহাল মহলের।
যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে রাজের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। মিমির অভিযোগ নিয়ে তাঁর স্পষ্ট উত্তর, এ বিষয়ে কোনো মন্তব্য তিনি করতে চান না।