মিষ্টি হাসি দিয়েই বিশ্বজয়, মাত্র ১৬-তেই চিরতরে চোখ বুজলেন ইন্টারনেট সেনসেশন কাইলিয়া

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত সোশ‍্যাল মিডিয়া তারকা কাইলিয়া পোসে (Kailia Posey)। গোলগাল মুখে দুষ্টু মিষ্টি হাসির জন‍্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তাঁর জনপ্রিয়তা। কিন্তু সেই খ‍্যাতি বেশিদিন উপভোগ করতে পারলেন না কাইলিয়া। গত সোমবার মাত্র ১৬ বছর বয়সে প্রয়াত হন তিনি। জানা যাচ্ছে, আত্মহত‍্যা করেছিলেন তিনি। বাড়ির কাছেই উদ্ধার হয় তাঁর দেহ।

আন্তর্জাতিক সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, তাঁর বাড়ির অনতিদূরেই ওয়াশিংটনের বার্চ বে স্টেট পার্কে উদ্ধার হয় কাইলিয়ার দেহ। পার্কটি তাঁর বাড়ি থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে। কাইলিয়ার পরিবারও আত্মহত‍্যার তত্ত্বকেই মান‍্যতা দিয়েছেন। যদিও এমন চরম পথ তিনি কেন বেছে নিলেন তা জানা যায়নি।

1604761 1
পরিবারের তরফে সংবাদ মাধ‍্যমকে দেওয়া বিবৃতি বলছে, তরুণ বয়সেই কাইলিয়া প্রভূত জনপ্রিয়তা এবং সম্মান অর্জন করেছিলেন। ভবিষ‍্যৎও উজ্জ্বল ছিল তাঁর। কিন্তু কোনো এক দুর্বল মুহূর্তে ভাবনা চিন্তা না করেই জীবন শেষ করে দেওয়ার ভুল সিদ্ধান্তটা নিয়ে বসেন কাইলিয়া।

মেয়ের মৃত‍্যু সংবাদ প্রথম জানিয়েছিলেন কাইলিয়ার মা মার্সি। সুন্দরী মেয়ের হাসিমুখের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার বলার মতো কোনো শব্দ নেই। একজন সুন্দর, ছোট্ট মেয়ে চিরতরে চলে গেল। কাইলিয়ার মৃত‍্যুর শোক পালন করতে আমরা প্রয়োজনীয় গোপনীয়তা চাইছি। তুমি চিরকাল আমার ছোট্ট মেয়ে হয়ে থাকবে।’

সোশ‍্যাল মিডিয়ায় যারা নিয়মিত সক্রিয় তারা কাইলিয়াকে চিষে থাকবেন। তবে বেশিরভাগ মানুষই চেনেন ছোট্ট কাইলিয়াকে। GIF বা মিমের জনপ্রিয় ‘গ্রিনিং গার্ল’ ছিল কাইলিয়া। নীল জামা পরা গোলগাল মুখের একটি মেয়ের দুষ্টু মিষ্টি হাসি GIF হিসাবে অনেকেই ব‍্যবহার করেছেন। ওই মিষ্টি মেয়েটিই ছিল কাইলিয়া।

তখন অবশ‍্য তাঁর বয়স মোটে পাঁচ। জনপ্রিয় ছোটদের রিয়েলিটি শো ‘টডলারস অ্যান্ড টিয়ারাস’এ অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই শোতেই তাঁর হাসিমুখের ওই দৃশ‍্যটি ছড়িয়ে পড়ে সোশ‍্যাল মিডিয়ায়। ২০১২ তে গোটা বিশ্বে ‘গ্রিনিং গার্ল’ হিসাবে পরিচিতি পান কাইলিয়া। এমন আরো অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সী কাইলিয়ার মৃত‍্যুতে শোকাহত নেটদুনিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর