মুখ্যমন্ত্রীর পছন্দের IAS-র ঘনিষ্ঠর বাড়ি থেকে মিলল কয়েক কোটি টাকা! গুণতে নিয়ে আসা হল মেশিন-ও

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ইডি বিভিন্ন জায়গায় একাধিক দলে বিভক্ত হয়ে অবৈধ মাইনিং এবং শেল কোম্পানি সংক্রান্ত মামলায় অভিযান চালাচ্ছে। সেই মত গত শুক্রবার সকালে, ইডির একটি দল ঝাড়খণ্ড ক্যাডারের সিনিয়র আইএএস অফিসার এবং রাজ্যের খনির সচিব পূজা সিংঘলের সরকারি বাসভবন সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারেও এই ঘটনা ঘটেছে। এদিকে, পূজা সিংঘলের পাশাপাশি তাঁর স্বামীরও একাধিক ঠিকানায় অভিযান চালাচ্ছে ইডির টিম। তবে, এই অভিযানে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকা পাওয়া গেছে বলেও জানা গিয়েছে।

এদিকে, পূজার বাসভবন থেকে এত পরিমান অর্থ পেয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এমনকি, সেখানে উদ্ধারকৃত টাকার পরিমান এতটাই বেশি ছিল যে, বাধ্য হয়ে সেখানে নোট গণনার জন্য একাধিক মেশিন-ও নিয়ে আসা হয়।

মূলত, পূজা সিংঘলের রাঁচির পঞ্চবটি রেসিডেন্সি, ব্লক নং ৯, হরি ওম টাওয়ার, চাঁদনি চক, নতুন বিল্ডিং, লালপুর, পালস হাসপাতাল এবং সরকারি বাসভবনে অভিযান চলছে। ইতিমধ্যেই এই অভিযানে ইডি একাধিক নথি পেয়েছে, যা বাজেয়াপ্তও করা হয়েছে।

এর পাশাপাশি, পূজার স্বামী অবিনাশ ঝা (ওরফে ডক্টর অভিষেক ঝা)-এর পৈত্রিক বাড়িতেও হানা দিয়েছে ইডির দল। জানা গিয়েছে, অভিষেকের পরিবার মূলত বিহারের দ্বারভাঙ্গাতে থাকেন। তবে পূজার শ্বশুরমশাই কামেশ্বর ঝা থাকেন মুজাফফরপুরে। সেখানেও ইডির অভিযান চলছে।

WhatsApp Image 2022 05 06 at 8.55.13 PM

এদিকে, এই অভিযানের বিষয়ে গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন যে, পূজা সিংঘল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ। পাশাপাশি, তাঁর ভাই তথা বসন্ত সোরেনের সঙ্গেও পূজার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন তিনি। এমতাবস্থায়, রাঁচির পালস হাসপাতালেও অভিযান চালাচ্ছে ইডি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর