কাজ চাই কাজ দিন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘ভিক্ষা’ চেয়ে ট্রোলড রুদ্রনীল

বাংলাহান্ট ডেস্ক: রোজগার বন্ধ, কাজের ব‍্যবস্থা করে দিন। বাংলা সফরে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে কাজ চেয়ে আর্জি জানিয়ে বসলেন অভিনেতা তথা বিজেপি সদস‍্য রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। টলিউডে কাজ পাচ্ছেন না অনেকদিন হল। এবার তাই সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই কাজ চেয়ে বসলেন রুদ্রনীল।

দুদিন ধরে রাজ‍্যে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাজ‍্য বিজেপির সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তিনি। উপস্থিত ছিলেন রুদ্রনীলও। সেখানেই সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। কেন্দ্রীয় সরকারের ফিল্ম ও অন‍্যান‍্য কমিটির সঙ্গে যুক্ত হওয়ার ব‍্যবস্থা করুন শাহ।

gkbcfcb
রুদ্রনীলের এহেন আর্জিতে হতভম্ব এবং অপমানিত শিল্পীদের অধিকাংশ। কড়া নিন্দা করেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের বক্তব‍্য, এখন অনেক কমে গেলেও আগে টলিউডের অনেক শিল্পীই বিজেপিতে ছিলেন। কেউ তো এভাবে কাজেথ জন‍্য আর্জি জানানয়নি। এমনকি বিজেপির অভ‍্যন্তরেও হাসির খোরাক হয়েছেন রুদ্রনীল। সাংগঠনিক বৈঠকে কাজের ‘ভিক্ষা’ করা অপমানজনক বলে দাবি অনেকেরই।

গত দেড় বছর ধরে কাজ নেই, এমনটাই দাবি করেছিলেন রুদ্রনীল। গত বছর বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন রুদ্রনীল। তাঁর অভিযোগ, তারপর থেকেই আর কোনো কাজ পাচ্ছেন না তিনি। প্রায় ১৬ মাস ধরে একটাও কাজ নেই রুদ্রনীলের হাতে। অথচ বিরোধী শিবিরে যোগদানের আগে পর্যন্ত বাংলার অন‍্যতম প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা বলে পরিচিত ছিলেন তিনি। হঠাৎ করেই দৃশ‍্যটা যেন বদলে গিয়েছে।

রুদ্রনীল দাবি করেছেন, তাঁর কয়েকজন পরিচালক প্রযোজক বন্ধু রাজ‍্যের শাসক দলের ঘনিষ্ঠ। তাঁরা নাকি স্পষ্ট বলেছেন, বিজেপি ছেড়ে দিতে। নয়তো রুদ্রনীলকে কাজ দিতে অসুবিধা হচ্ছে। অভিনেতার বক্তব‍্য, বিরোধী রাজনীতি করার অপরাধে রোজগারের রাস্তাটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। তখন তো মানুষকে ভাবতেই হয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর