সুখবর! মা হতে চলেছেন ‘বয়েই গেল’ অভিনেত্রী বাসবদত্তা

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবরের মাঝে একটা ভাল খবর শোনাই। সদস‍্য সংখ‍্যা বাড়তে চলেছে টলিপাড়ায়। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ‍্যায় (Basabdatta Chatterjee)। নিজের জন্মদিনেই দারুন সুখবরটি জানিয়েছেন তিনি। খুশির হাওয়া বাসবদত্তার পরিবারে।

গতকাল ৬ মে ছিল অভিনেত্রীর জন্মদিন। এই বিশেষ দিনেই নাকি মা হতে চলার সুখবরটা এক সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন তিনি। তিনি নাকি এও জানিয়েছেন, এই সময়টায় অভিনয় থেকে কিছুদিনের জন‍্য বিরতি নেবেন তিনি। যদিও বিষয়টা নিয়ে বাসবদত্তা এখনো প্রকাশ‍্যে কিছু ঘোষনা করেননি।

IMG 20220507 200733
নেটমাধ‍্যমে অবশ‍্য একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। জন্মদিনে যারা যারা শুভেচ্ছা পাঠিয়েছেন সকলকে ধন‍্যবাদ জানিয়ে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন বাসবদত্তা। প্রতি বছরই এইদিনে অনেকেই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান। কিন্তু সব বার্তার উত্তর দিয়ে ওঠা হয়না তাঁর। চেষ্টা করেন সকলকেই আলাদা আলাদা ভাবে উত্তর দেওয়ার। কিন্তু তা হয়ে ওঠা না।

https://www.instagram.com/tv/CdQNZjsFvFv/?igshid=YmMyMTA2M2Y=

এ বছরেও সেটা সম্ভব হয়নি। কিন্তু এই শুভেচ্ছা বার্তাগুলো তাঁর কাছে খুব স্পেশ‍্যাল। খুব আনন্দ দেয় তাঁকে এত মানুষের ভালবাসা। তাই তিনি আবারো সবাইকে ধন‍্যবাদ দিয়েছেন তাঁর বিশেষ দিনটা আরো বিশেষ করে তোলার জন‍্য।

IMG 20220507 200712
প্রসঙ্গত, টেলিপাড়ার জনপ্রিয় এবং পরিচিত মুখ বাসবদত্তা। ‘গানের ওপারে’র হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। সিরিয়ালের পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি। তবে তাঁকে জনপ্রিয়তার চূড়ায় তোলে ‘বয়েই গেল’। দর্শকরা দারুন পছন্দ করেছিল সিরিয়ালের গল্প এবং কলাকুশলীদের অভিনয়। এছাড়াও আশা যাওয়ার মাঝে, নেতাজি সিরিয়ালেও অভিনয় করেছেন বাসবদত্তা।

২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। স্বামী অনির্বাণ পেশায় সাংবাদিক। এক বন্ধুর সূত্রে আলাপ হয় দুজনের। বাসবদত্তার মা ও নাকি বেশ পছন্দ করতেন হবু স্বামীকে। শেষমেষ দুজনের বন্ধুত্ব গড়ায় প্রেম আর তারপ‍র বিয়েতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর