গালওয়ানে চীনের সঙ্গে লড়াইয়ে শহীদ স্বামীর স্বপ্ন পূরণে সেনায় যোগ দিলেন শিক্ষিকা স্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সমগ্র দেশবাসীকে রক্ষা করার স্বার্থে সীমান্তে কিভাবে সকল ভারতীয় সেনাবাহিনীরা লড়াই করে চলে, তা আমাদের সকলেরই জানা। সীমান্তে শত্রুদের গুলিতে শহীদ হওয়া থেকে শুরু করে মাইনাস ডিগ্রী তাপমাত্রায় কনকনে ঠান্ডার মধ্যে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে ক্রমশই আমাদের রক্ষা করে চলেছে তারা। এমনই এক ঘটনা ঘটে 2020 সালের 15 ই জুন, যখন লাদাখের গালওয়ানে ভারত এবং চীনা সেনার মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন।

ভারত মায়ের সেই 20 জন বীর পুত্রের মধ্যে একজন হলেন শহীদ দীপক সিং। এবার বীর চক্র সেই সেনা জওয়ানের স্বপ্নপূরণ করলেন তাঁর স্ত্রী রেখা সিং। বর্তমানে স্বামীর স্বপ্ন পূরণ করে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন তিনি। দীপক সিং দেশের জন্য শহীদ হয়েছেন, তা সত্বেও স্বামীর দেখানো পথেই নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত তাঁর স্ত্রী।

জানা গিয়েছে, শহীদ সেনা জওয়ানের স্বপ্ন ছিল যে তার স্ত্রী একদিন সেনাবাহিনীতে যোগদান করবেন আর সেই কারণেই স্বামীর মৃত্যুর দিনই সেনাতে প্রশিক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন পেশায় শিক্ষিকা রেখা। বিহার রেজিমেন্টের 16 তম ব্যাটেলিয়ানের নায়ক দীপক সিংয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় রেখার। কিন্তু এরপরই 2020 সালের জুন মাসের 15 তারিখ চীনা সংঘর্ষে মৃত্যু হয় তাঁর। পরবর্তীতে সাহসিকতার জন্য রাষ্ট্রপতি দ্বারা দীপককে বীরচক্রে সম্মানিত করা হয় আর এবার 28 ই মে থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ শুরু করতে চলেছেন তাঁর স্ত্রী।

প্রসঙ্গত, 2020 সালের জুন মাসে যখন দীপক সিং শহীদ হন তখন তাদের বিয়ের মাত্র 15 মাস পেরিয়েছিল আর তার মধ্যেই রেখা সিংয়ের জীবনে অন্ধকার নেমে আসে। তবুও সেই মুহূর্তে ভেঙে পড়েন নি বরং স্বামীর স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যকেই জীবনের একমাত্র লক্ষ্য মেনে প্রস্তুতি শুরু করেন রেখা। এদিন তিনি বলেন, “আমার স্বামী শহীদ হওয়ার পরে প্রচন্ড দুঃখ পেয়েছিলাম। কিন্তু তাঁ দেশপ্রেমের কারণেই আমি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নি।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর