একটি ছক্কা মেরেই কামালেন পাঁচ লাখ টাকা! IPL-এ এমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল আইপিএল ২০২২-এর ৫১তম গুজরাট টাইটান্সকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও প্লে অফের দৌড় আগেই ছিটকে যাওয়া মুম্বাই এই ম্যাচে জয় পেয়েছে ৫ রানে। এই ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত দেখতে পান দর্শকরা যার মধ্যে একটি ছিল রোহিত শর্মার মারা একটি ছক্কা, যার জন্য তাকে ৫ লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের মারা এই ওভার বাউন্ডারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

গুজরাটের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। ২৮ বলে ৪৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত শর্মা। এই ইনিংসে তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি গগনচুম্বী ছক্কা বেরিয়েছিল। তার মধ্যেও একটি ছক্কা ছিল বিশেষ, কারণ রোহিতের এই ছক্কার দাম ৫ লক্ষ টাকা। কারণ টাটা গ্রুপ আইপিএলের ১৫ তম মরশুমের অফিসিয়াল স্পনসর। সিজন শুরুর আগেই বড় ঘোষণা করেছিল টাটা গ্রুপ। টাটা গ্রুপ বলেছিল যে আইপিএলের এই মরসুমে, যদি কোনও ব্যাটারের মারা ছয় টাটা পাঞ্চ বোর্ডে আঘাত হানে তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ৫ লক্ষ টাকা দান করা হবে যা করে দেখিয়েছেন রোহিত। মুম্বাই প্রথম ইনিংসে ব্যাট করে তুলেছিল ১৭৭ রান। টিম ডেভিডের ক্যামিওতে ভর করে এই বড় রান করেছিল তারা।

উল্টোদিকে রান তাড়া করতে নেমে দুরন্ত ভাবে শুরুটা করেন ঋদ্ধিমান সাহা। বুমরার প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি নেন ১৪ রান। খানিকক্ষণ নিজেকে গুছিয়ে নেওয়ার পর স্পিনারদের বিরুদ্ধে নিজের হাত খোলেন গুজরাটের অপর ওপেনার শুভমান গিল। বেশ কয়েকবার স্টেপ আউট করে বলকে গ্যালারিতে পাঠান তিনি। ঋদ্ধিমান ৩৪ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করার পর ৩৩ বলে ৫০ সম্পূর্ণ করেন গিলও।

কিন্তু তাদের দুজনকে একই ওভারে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন মুরগান অশ্বিন। ঋদ্ধিমান ৫৫ এবং শুভমান ৫২ রান করে ফেরেন। ব্যাট হাতে চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া (২৪), ভরদ্বাজ সুদর্শন (১৪), ডেভিড মিলাররা (১৯*)। শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য ৯ রান দরকার ছিল। কিন্তু দুরন্ত বোলিং করে ওভারের শেষ দুটি বলে কোনও রান দিয়ে মুম্বাইকে পাঁচ রান ম্যাচ জিতিয়ে দেন ড্যানিয়েল স্যামস। অশ্বিন ২ উইকেট নিলেও ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নজর কেড়েছেন স্যামস। একটি উইকেট পেয়েছেন পোলার্ডও।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর